ঢাকা , রবিবার, ০২ নভেম্বর ২০২৫ , ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর থেকে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, মূলহোতা শাওন গ্রেফতার ওএমএস বিক্রি বন্ধ, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অসহায় মানুষের দীর্ঘশ্বাস পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান দমদমে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ মেক্সিকোয় ভয়াবহ বিস্ফোরণ! সোনোরার সুপারমার্কেটে মৃত্যু ২৩ শাহরুখের জন্মদিনে সারপ্রাইজ উপহার, অবশেষে প্রকাশ্যে এল 'কিং'-এর টিজার! ১২ কেজি এলপিজির দাম কমলো ২৬ টাকা বাবরের আরেকটি রেকর্ডের দিনে সিরিজ জিতলো পাকিস্তান রাশিয়ার রাতভর আক্রমণে ইউক্রেনের ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন ফুলবাড়ী ২৯ বিজিবি’র এক মাসের অভিযানে সাড়ে ২৭ লাখ টাকার মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক আসবেন: ধর্ম উপদেষ্টা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি রোজের কোন কোন ওষুধের কারণেই চরম ক্ষতি হচ্ছে লিভারের শাহরুখের সঙ্গে একরাত ঘুমোতে চাই: দেবশ্রী ক্যারিবিয়ান সমুদ্রে হঠাৎ হামলা, ‘জঙ্গি’দের জাহাজ ধ্বংস করল ট্রাম্পের বাহিনী! চল্! কোনও ব্যাপার না, আমি তো আছি তোর সঙ্গে! বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর চন্দ্র রায় গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু আবারও জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান দোষী অথবা নির্দোষ এর বাইরে ইনুর কোনও বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

শাহরুখের সঙ্গে একরাত ঘুমোতে চাই: দেবশ্রী

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৩:২০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৩:২০:৫৫ অপরাহ্ন
শাহরুখের সঙ্গে একরাত ঘুমোতে চাই: দেবশ্রী ছবি: সংগৃহীত
আমি শাহরুখ খানকে কামনা করি। সে কথা জানাতে লজ্জা কিসে? আমি তখন পঞ্চম শ্রেণিতে। সদ্য মুক্তি পেয়েছে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। তামাম দেশবাসীর মতো আমার ‘দিল’ চুরি ওই বয়সেই! ওই বয়স থেকে ওঁকে ‘চাওয়া’ শুরু। ওঁরও বয়েস বেড়েছে, আমারও। চাওয়া কিন্তু ফুরোয়নি!

শাহরুখ খান, নামেতেই যেন ‘প্রেম’! সেই নাম কানে গেলে আমি যেন ‘রাধা’। ক্ষণে ক্ষণে শিহরণ। অকারণ আনন্দে মেঘমুলুকে পৌঁছে যাই। থেকে থেকে আনমনা! সে যে কী অবস্থা। ওই বয়স থেকে ওঁর প্রতি ‘প্রেম’ লালন করতে করতে এগিয়েছি। আজও নামটা শুনলেই সারা শরীরে অকারণ আকুলি-বিকুলি। উত্তেজনা সামলাতে না পারলে কেমন যেন শরীরখারাপ হয়। সেই অনুভূতি নিয়েই বলছি, শাহরুখের সঙ্গে একরাত ঘুমোতে চাই। শুনেছি, অনেক অনুরাগিনী নাকি ওঁর সন্তানের ‘মা’ হওয়ারও স্বপ্ন দেখেন। আমার ছেলে অনেক বড় হয়ে গিয়েছে। তাই সেই ‘কামনা’ সযত্নে সামলে রাখি।

কেউ কেউ ওঁর হাসির অনুরাগিনী। কেউ গালের টোল, গজদন্তের। কেউ আবার বুদ্ধিদীপ্ত রসিকতার। দু’পাশে দুই বাহু ছড়িয়ে ডাক পাঠানোর। নারীদের প্রতি ওঁর বাড়তি সম্মানের। আমার শাহরুখের সব ভাল লাগে। বিশ্বাস করুন, এ রকম ‘অন্ধ প্রেম’ আর কারও প্রতি নেই! ৬০-এর শাহরুখ তাই আমার কাছে আকর্ষণীয়। গালের চামড়ায় হয়তো অজস্র ভাঁজ। রং করেও পাকা চুল ঢাকতে পারেননি। আগের সেই জৌলুস হয়তো ম্লান। এ সব চোখেই পড়ে না! বালাই ষাট, একশো বছর বাঁচুন শাহরুখ। আমার ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’-এর চাকরিতে যোগদান শুধু ওঁকে চোখের দেখা দেখব বলে।

আমি এ ভাবেই শাহরুখ খানের প্রেমে ‘কলঙ্কভাগী’।


এই বিষয়ে দুটো ঘটনা মনে পড়ল। সাল ২০১৯। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ আসবেন। নির্দিষ্ট সময়ে এলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাদর অভ্যর্থনা জানাতে এগিয়ে গেলেন মূল ফটকের দিকে। নিয়ম, মুখ্যমন্ত্রী যখন কোথাও যান, তাঁর পিছন পিছন যেতে নেই। আমি সব ভুলে দৌড়েছি ‘দিদি’র পিছনে। শাহরুখের হেঁটে আসাটাও মিস করব না। পরে বকুনিও খেতে হয়েছে।

অনুষ্ঠান শেষ। মুখ্যমন্ত্রী কথা বলে চলে গিয়েছেন। আমরা ছবি তুলব। আমার বোন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের স্বামী পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী শাহরুখের পাশে দাঁড় করিয়ে দিলেন। ক্যামেরা তাক করে সমানে বলে চলেছেন, “দেবু, ওঁকে জড়িয়ে ধরে ছবি তোলো।” আমি পাথর। কাকে জড়াব আমি? কান-মাথা কিচ্ছু কাজ করছে না। মুশকিল আসান ‘কিং খান’ নিজেই। আলতো করে জড়িয়ে নিলেন আমায়। বুকে টেনে নিলেন আলগোছে।

ওঁর এক হাত আমার কাঁধ জড়িয়ে। আর একটি হাত বুকের উপরে। ওঁর উষ্ণতা, গায়ের গন্ধ, আবেদনে যেন ডুবে যাচ্ছিলাম। ওই মুহূর্ত আজও আমার প্রত্যেক মুহূর্তের সঙ্গী।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওএমএস বিক্রি বন্ধ, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অসহায় মানুষের দীর্ঘশ্বাস

ওএমএস বিক্রি বন্ধ, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অসহায় মানুষের দীর্ঘশ্বাস