শাহরুখের সঙ্গে একরাত ঘুমোতে চাই: দেবশ্রী

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৩:২০:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৩:২০:৫৫ অপরাহ্ন
আমি শাহরুখ খানকে কামনা করি। সে কথা জানাতে লজ্জা কিসে? আমি তখন পঞ্চম শ্রেণিতে। সদ্য মুক্তি পেয়েছে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। তামাম দেশবাসীর মতো আমার ‘দিল’ চুরি ওই বয়সেই! ওই বয়স থেকে ওঁকে ‘চাওয়া’ শুরু। ওঁরও বয়েস বেড়েছে, আমারও। চাওয়া কিন্তু ফুরোয়নি!

শাহরুখ খান, নামেতেই যেন ‘প্রেম’! সেই নাম কানে গেলে আমি যেন ‘রাধা’। ক্ষণে ক্ষণে শিহরণ। অকারণ আনন্দে মেঘমুলুকে পৌঁছে যাই। থেকে থেকে আনমনা! সে যে কী অবস্থা। ওই বয়স থেকে ওঁর প্রতি ‘প্রেম’ লালন করতে করতে এগিয়েছি। আজও নামটা শুনলেই সারা শরীরে অকারণ আকুলি-বিকুলি। উত্তেজনা সামলাতে না পারলে কেমন যেন শরীরখারাপ হয়। সেই অনুভূতি নিয়েই বলছি, শাহরুখের সঙ্গে একরাত ঘুমোতে চাই। শুনেছি, অনেক অনুরাগিনী নাকি ওঁর সন্তানের ‘মা’ হওয়ারও স্বপ্ন দেখেন। আমার ছেলে অনেক বড় হয়ে গিয়েছে। তাই সেই ‘কামনা’ সযত্নে সামলে রাখি।

কেউ কেউ ওঁর হাসির অনুরাগিনী। কেউ গালের টোল, গজদন্তের। কেউ আবার বুদ্ধিদীপ্ত রসিকতার। দু’পাশে দুই বাহু ছড়িয়ে ডাক পাঠানোর। নারীদের প্রতি ওঁর বাড়তি সম্মানের। আমার শাহরুখের সব ভাল লাগে। বিশ্বাস করুন, এ রকম ‘অন্ধ প্রেম’ আর কারও প্রতি নেই! ৬০-এর শাহরুখ তাই আমার কাছে আকর্ষণীয়। গালের চামড়ায় হয়তো অজস্র ভাঁজ। রং করেও পাকা চুল ঢাকতে পারেননি। আগের সেই জৌলুস হয়তো ম্লান। এ সব চোখেই পড়ে না! বালাই ষাট, একশো বছর বাঁচুন শাহরুখ। আমার ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’-এর চাকরিতে যোগদান শুধু ওঁকে চোখের দেখা দেখব বলে।

আমি এ ভাবেই শাহরুখ খানের প্রেমে ‘কলঙ্কভাগী’।


এই বিষয়ে দুটো ঘটনা মনে পড়ল। সাল ২০১৯। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ আসবেন। নির্দিষ্ট সময়ে এলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাদর অভ্যর্থনা জানাতে এগিয়ে গেলেন মূল ফটকের দিকে। নিয়ম, মুখ্যমন্ত্রী যখন কোথাও যান, তাঁর পিছন পিছন যেতে নেই। আমি সব ভুলে দৌড়েছি ‘দিদি’র পিছনে। শাহরুখের হেঁটে আসাটাও মিস করব না। পরে বকুনিও খেতে হয়েছে।

অনুষ্ঠান শেষ। মুখ্যমন্ত্রী কথা বলে চলে গিয়েছেন। আমরা ছবি তুলব। আমার বোন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের স্বামী পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী শাহরুখের পাশে দাঁড় করিয়ে দিলেন। ক্যামেরা তাক করে সমানে বলে চলেছেন, “দেবু, ওঁকে জড়িয়ে ধরে ছবি তোলো।” আমি পাথর। কাকে জড়াব আমি? কান-মাথা কিচ্ছু কাজ করছে না। মুশকিল আসান ‘কিং খান’ নিজেই। আলতো করে জড়িয়ে নিলেন আমায়। বুকে টেনে নিলেন আলগোছে।

ওঁর এক হাত আমার কাঁধ জড়িয়ে। আর একটি হাত বুকের উপরে। ওঁর উষ্ণতা, গায়ের গন্ধ, আবেদনে যেন ডুবে যাচ্ছিলাম। ওই মুহূর্ত আজও আমার প্রত্যেক মুহূর্তের সঙ্গী।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]