ঢাকা , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ গণভোটে থাকছে যে চার প্রশ্ন পাকিস্তান থেকে ওষুধ আমদানি বন্ধের নির্দেশ তালেবান সরকারের জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার ৫ পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান নওগাঁ-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন মহানগরীতে ‍আওয়ামী লীগ ও যুবলীগের ৩জন নেতা সহ গ্রেফতার ২৬ পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত পুণ্ড্র ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫ এর উদ্বোধন সলঙ্গায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারী গ্রেফতার ২৯ বছর পর র‍্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকোর দুই কর্মী গুরুতর আহত, আইসিইউ’তে -১, ঢাকায় হস্তান্তর-১ চারঘাটে বিজিবি'র অভিযানে ফেনসিডিল, গাঁজা ও নৌকা জব্দ

আরএমপিতে শ্রেষ্ঠ পারফরম্যান্সের জন্য ওসি মাসুমা মোস্তারীকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৬:২৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৬:২৩:০৫ অপরাহ্ন
আরএমপিতে শ্রেষ্ঠ পারফরম্যান্সের জন্য ওসি মাসুমা মোস্তারীকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান আরএমপিতে শ্রেষ্ঠ পারফরম্যান্সের জন্য ওসি মাসুমা মোস্তারীকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। পুলিশ কমিশনার সম্প্রতি অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আরএমপি’র সকল কর্মকর্তা-সদস্য এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি কিশোর অপরাধ দমন, মাদক উদ্ধার অভিযান জোরদার, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত রাখা এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

এ সভায় সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়। গৃহীত বিভিন্ন পদক্ষেপের কার্যকারিতা পর্যালোচনা করে ভবিষ্যতের জন্য বাস্তবসম্মত ও কার্যকর কর্ম কৌশল নির্ধারণ করা হয়।

সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে সভায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

শ্রেষ্ঠ পারফরম্যান্সের জন্য শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারী, রাজপাড়া থানার এসআই (নিরস্ত্র) মো: তাজউদ্দিন, সার্জেন্ট মো: তোফায়েল আহমেদ এবং বোয়ালিয়া থানার এএসআই (নিরস্ত্র) মো: আসাদুজ্জামানকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও, কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে আরও ১৩ জন পুলিশ কর্মকর্তাকে অর্থ পুরস্কারে ভূষিত করেন পুলিশ কমিশনার।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার ৫

মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার ৫