ঢাকা , শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সাপে কাটা বৃদ্ধিমূখী: র‌্যামেক এ চালু হতে যাচ্ছে দেশসেরা স্নেক-বাইট ওয়ার্ড নিউ ইয়র্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর 'বিসমিল্লায় ভুল' রাণীনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিনষ্ট সিরাজগঞ্জে উচ্চ শব্দে গান বাজিয়ে কিশোরীকে ধর্ষণ! গ্রেপ্তার ধর্ষক নাইম বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সভা গুরুদাসপুরে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত সবাই বলতো আমার স্তন নেই, মসৃণ বুক: অনন্যা পাণ্ডে ‘কৃত্রিম বাধা’র মাধ্যমে গাজা শান্তি পরিকল্পনা নস্যাৎ করতে চায় ইসরায়েল সিরাজগঞ্জে বাড়ছে এইডস রোগী, ২৬ জনের মৃত্যু ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে থাকবেন না ব্যারিস্টার সরোয়ার হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির ১০ বছর পর মিরপুরে উদ্বোধনী জুটিতে শতরান বাংলাদেশের নরসিংদীতে পেট্রোল ঢেলে স্ত্রী-সন্তানের গায়ে আগুন, দগ্ধ ৫ সুস্থ ও নেক সন্তান লাভের ৪ দোয়া সহজ কিছু ডিটক্স টিপসে শরীর থাকবে ঝরঝরে বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই: চমক পাবনায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ২০ সহমর্মিতার গুণ অর্জন করবেন যেভাবে মাইগ্রেনের যন্ত্রণায় অস্থির? মাত্র ১৫ মিনিটে মিলবে উপশম

জেমস এর ঘরে নতুন অতিথি

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৬:২১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৬:২১:২৮ অপরাহ্ন
জেমস এর ঘরে নতুন অতিথি জেমস এর ঘরে নতুন অতিথি
বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি, নগরবাউল জেমস হয়েছেন পুত্রসন্তানের বাবা। বাবা হওয়ার অসাধারণ অনুভূতি গণমাধ্যমের সঙ্গে শেয়ার করে এই রকস্টার বলেন, ‘এ অনুভূতি অসাধারণ। এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব- আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন’।

২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। এটি জেমসের তৃতীয় বিয়ে। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান জিবরান আনাম। জন্মের সময় জেমসসহ পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর, সন্তানসহ দেশে ফেরেন তারা।

নামিয়া আমিন যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করেন। তিনি জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বিয়ের পর নিজের নামের সঙ্গে ‘আনাম’ যুক্ত করেছেন তিনি।

জেমস ও নামিয়ার পরিচয় ২০২৩ সালের জুনে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে। নামিয়ার ভাষ্য অনুযায়ী, সেটি কোনো কনসার্ট ছিল না, এমনকি তখন তিনি জেমসকে ভালো করে চিনতেনও না। তবে পরিচয়ের এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়।

ব্যক্তিজীবনে জেমস এর আগে দুইবার বিয়ে করেছেন। ১৯৯১ সালে তিনি বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী রথিকে। তবে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০০ সালে পরিচয় ঘটে বেনজীর সাজ্জাদের সঙ্গে। আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন, তবে ২০১৪ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।

প্রথম সংসারে জেমসের এক ছেলে ও এক মেয়ে রয়েছে, আর দ্বিতীয় সংসারে রয়েছে একটি কন্যাসন্তান।

নতুন সন্তানের আগমনে উচ্ছ্বসিত জেমস এখন সময় কাটাচ্ছেন পরিবার ও সঙ্গীত- দুইয়ের মাঝে সমন্বয় করে। ভক্তরা আশাবাদী, শিগগিরই নতুন প্রজন্মের জন্যও সুরের মূর্ছনা নিয়ে হাজির হবেন নগরবাউল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলার দাবিতে রাজশাহীতে জনসমাবেশ

সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলার দাবিতে রাজশাহীতে জনসমাবেশ