
বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি, নগরবাউল জেমস হয়েছেন পুত্রসন্তানের বাবা। বাবা হওয়ার অসাধারণ অনুভূতি গণমাধ্যমের সঙ্গে শেয়ার করে এই রকস্টার বলেন, ‘এ অনুভূতি অসাধারণ। এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব- আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন’।
২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। এটি জেমসের তৃতীয় বিয়ে। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান জিবরান আনাম। জন্মের সময় জেমসসহ পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর, সন্তানসহ দেশে ফেরেন তারা।
নামিয়া আমিন যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করেন। তিনি জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বিয়ের পর নিজের নামের সঙ্গে ‘আনাম’ যুক্ত করেছেন তিনি।
জেমস ও নামিয়ার পরিচয় ২০২৩ সালের জুনে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে। নামিয়ার ভাষ্য অনুযায়ী, সেটি কোনো কনসার্ট ছিল না, এমনকি তখন তিনি জেমসকে ভালো করে চিনতেনও না। তবে পরিচয়ের এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়।
ব্যক্তিজীবনে জেমস এর আগে দুইবার বিয়ে করেছেন। ১৯৯১ সালে তিনি বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী রথিকে। তবে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০০ সালে পরিচয় ঘটে বেনজীর সাজ্জাদের সঙ্গে। আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন, তবে ২০১৪ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।
প্রথম সংসারে জেমসের এক ছেলে ও এক মেয়ে রয়েছে, আর দ্বিতীয় সংসারে রয়েছে একটি কন্যাসন্তান।
নতুন সন্তানের আগমনে উচ্ছ্বসিত জেমস এখন সময় কাটাচ্ছেন পরিবার ও সঙ্গীত- দুইয়ের মাঝে সমন্বয় করে। ভক্তরা আশাবাদী, শিগগিরই নতুন প্রজন্মের জন্যও সুরের মূর্ছনা নিয়ে হাজির হবেন নগরবাউল।
২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। এটি জেমসের তৃতীয় বিয়ে। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান জিবরান আনাম। জন্মের সময় জেমসসহ পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর, সন্তানসহ দেশে ফেরেন তারা।
নামিয়া আমিন যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করেন। তিনি জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বিয়ের পর নিজের নামের সঙ্গে ‘আনাম’ যুক্ত করেছেন তিনি।
জেমস ও নামিয়ার পরিচয় ২০২৩ সালের জুনে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে। নামিয়ার ভাষ্য অনুযায়ী, সেটি কোনো কনসার্ট ছিল না, এমনকি তখন তিনি জেমসকে ভালো করে চিনতেনও না। তবে পরিচয়ের এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়।
ব্যক্তিজীবনে জেমস এর আগে দুইবার বিয়ে করেছেন। ১৯৯১ সালে তিনি বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী রথিকে। তবে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০০ সালে পরিচয় ঘটে বেনজীর সাজ্জাদের সঙ্গে। আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন, তবে ২০১৪ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।
প্রথম সংসারে জেমসের এক ছেলে ও এক মেয়ে রয়েছে, আর দ্বিতীয় সংসারে রয়েছে একটি কন্যাসন্তান।
নতুন সন্তানের আগমনে উচ্ছ্বসিত জেমস এখন সময় কাটাচ্ছেন পরিবার ও সঙ্গীত- দুইয়ের মাঝে সমন্বয় করে। ভক্তরা আশাবাদী, শিগগিরই নতুন প্রজন্মের জন্যও সুরের মূর্ছনা নিয়ে হাজির হবেন নগরবাউল।