ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিক্ষোভ, টায়ারের আগুনে পুড়ল ছাত্রদল নেতার শরীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা, অভিযুক্ত আটক পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু নোয়াখালীতে এক নারীকে বাঁচাতে গিয়ে ২ তরুণের মৃত্যু ‘গফুর’ গানে অনেকটাই রোগা দেখিয়েছে তমন্নাকে, অভিনেত্রী কি সত্যিই ‘ম্যাজিক পিল’ খাচ্ছেন? বিবাহিত প্রযোজকের সঙ্গে থাকলে মিলবে হাতখরচ! কেন বার বার হোটেলের ঘর বদলাতেন রবীনা? হাতিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি মোহনপুরে গ্রান্ড পিঠা উৎসব প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নি'র কাব্যগ্রন্থ 'ভ্রূণফুল' রাণীনগরে শিক্ষকের গোয়াল ঘরের তালা কেটে ৫ টি গরু চুরি থানায় অভিযোগ দায়ের এখনকার প্রজন্ম জামা-কাপড়ের চেয়ে তাড়াতাড়ি সঙ্গী বদলায়: টুইঙ্কেল বিয়ের এক মাসের মাথায় ক্যানসার, স্ত্রীকে বাঁচাতে নির্মাতার সংগ্রাম বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম অটোতে বিদেশি তরুণী ওঠায় যে কাণ্ড ঘটালেন চালক জেলে বন্দিদের মদ পার্টি ও নাচ-গানের ভিডিও ফাঁস দ্বিতীয় বিয়ে করলেই যেতে হবে জেলে, চাঞ্চল্যকর বিল অনুমোদন ভারতে! মাইক্রোবাসে তুলে ধর্ষণের পর রাস্তায় ফেলে যাওয়া হয় তরুণীকে ২৭ ভরি সোনা চুরির পর চোর নিজেই ধরা দিলেন! বগুড়ায় মুরগি চুরি নিয়ে সংঘর্ষ, নিহত ১ রাউজানে বিদেশি অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

আলোচনা হোক, সমালোচনা হোক, সেটি যেন আমার কাজকেন্দ্রিক হয়: ফারিয়া

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৩:৪৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৩:৪৫:৪৪ অপরাহ্ন
আলোচনা হোক, সমালোচনা হোক, সেটি যেন আমার কাজকেন্দ্রিক হয়: ফারিয়া নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত
অভিনেত্রী নুসরাত ফারিয়া যেন এখন মুক্ত বিহঙ্গ। কখনও কানাডা, কখনও আবার লন্ডন আবার সেখান থেকে অন্য আরেক দেশ, ঘুরে বেড়ান নিজের খুশিমত। তবে এই ঘুরে বেড়ানো শুধুই অবকাশ নয়, কাজের সূত্রেও তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন বর্তমানে।

বিদেশের বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন, মঞ্চে পারফর্ম করছেন, আবার ফটোশুটের মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরছেন দর্শকের সামনে।

সেসব ছবিও নিয়মিত স্যোশাল মিডিয়াতে শেয়ার করছেন ফারিয়া। কখনও শাড়িতে খাঁটি বাঙালি রূপে, কখনও আবার বিকিনি পরে আবেদনময়ী ভঙ্গিতে দেখা যাচ্ছে আবেদনময়ী এ নায়িকাকে। 

একেকটি ছবিতে তৈরি হচ্ছে আলোচনার ঝড়–কেউ প্রশংসায় ভাসাচ্ছেন, কেউবা সমালোচনা করছেন। ফারিয়া নিজে এসব নিয়ে একদমই বিচলিত নন। বরং তিনি মনে করেন, আলোচনা-সমালোচনা থাকলেই শিল্পীর প্রতি আগ্রহ টিকে থাকে। 

এদিকে নতুন খবর হলো–অভিনয় ছাড়াও গান নিয়ে আবারও ব্যস্ত হয়েছেন তিনি। কয়েক মাস আগে নিজেই একটি গানে কণ্ঠ দিয়েছেন। বর্তমানে চলছে সেই গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ। সব কিছু শেষ হলে গানটি ভিডিওসহ প্রকাশ করবেন তিনি। যদিও এ বিষয়ে এখনই কিছু জানাতে চাননি অভিনেত্রী। ইঙ্গিত দিয়েছেন, এবারের গান আগের চেয়ে অনেক বেশি নান্দনিক ও চমকপ্রদ হতে চলেছে। 

যদিও বছরের শুরুটা ফারিয়ার জন্য খুব একটি সহজ ছিল না। নানা বিতর্ক ও ব্যক্তিগত অঘটনে সময়টি কঠিন হয়ে পড়েছিল তার জন্য। এখন সবকিছু পেছনে ফেলে নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। 

ফারিয়া বলেন, ‘আমি ছোটবেলা থেকে একটি বিষয় মেইনটেইন করি–আলোচনা হোক, সমালোচনা হোক, সেটি যেন আমার কাজকেন্দ্রিক হয়। আগামীতে ভালো কিছু কাজ করার চেষ্টা করছি।’

মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়া অভিনীত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত এই ছবিতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। পরিচালনায় অনম বিশ্বাস।

অভিনেত্রী জানিয়েছেন, গল্পটি অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং নির্মাণও চমৎকার হয়েছে। যদিও সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও নিশ্চিত না। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিক্ষোভ, টায়ারের আগুনে পুড়ল ছাত্রদল নেতার শরীর

রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিক্ষোভ, টায়ারের আগুনে পুড়ল ছাত্রদল নেতার শরীর