আলোচনা হোক, সমালোচনা হোক, সেটি যেন আমার কাজকেন্দ্রিক হয়: ফারিয়া

আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৩:৪৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৩:৪৫:৪৪ অপরাহ্ন
অভিনেত্রী নুসরাত ফারিয়া যেন এখন মুক্ত বিহঙ্গ। কখনও কানাডা, কখনও আবার লন্ডন আবার সেখান থেকে অন্য আরেক দেশ, ঘুরে বেড়ান নিজের খুশিমত। তবে এই ঘুরে বেড়ানো শুধুই অবকাশ নয়, কাজের সূত্রেও তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন বর্তমানে।

বিদেশের বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন, মঞ্চে পারফর্ম করছেন, আবার ফটোশুটের মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরছেন দর্শকের সামনে।

সেসব ছবিও নিয়মিত স্যোশাল মিডিয়াতে শেয়ার করছেন ফারিয়া। কখনও শাড়িতে খাঁটি বাঙালি রূপে, কখনও আবার বিকিনি পরে আবেদনময়ী ভঙ্গিতে দেখা যাচ্ছে আবেদনময়ী এ নায়িকাকে। 

একেকটি ছবিতে তৈরি হচ্ছে আলোচনার ঝড়–কেউ প্রশংসায় ভাসাচ্ছেন, কেউবা সমালোচনা করছেন। ফারিয়া নিজে এসব নিয়ে একদমই বিচলিত নন। বরং তিনি মনে করেন, আলোচনা-সমালোচনা থাকলেই শিল্পীর প্রতি আগ্রহ টিকে থাকে। 

এদিকে নতুন খবর হলো–অভিনয় ছাড়াও গান নিয়ে আবারও ব্যস্ত হয়েছেন তিনি। কয়েক মাস আগে নিজেই একটি গানে কণ্ঠ দিয়েছেন। বর্তমানে চলছে সেই গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ। সব কিছু শেষ হলে গানটি ভিডিওসহ প্রকাশ করবেন তিনি। যদিও এ বিষয়ে এখনই কিছু জানাতে চাননি অভিনেত্রী। ইঙ্গিত দিয়েছেন, এবারের গান আগের চেয়ে অনেক বেশি নান্দনিক ও চমকপ্রদ হতে চলেছে। 

যদিও বছরের শুরুটা ফারিয়ার জন্য খুব একটি সহজ ছিল না। নানা বিতর্ক ও ব্যক্তিগত অঘটনে সময়টি কঠিন হয়ে পড়েছিল তার জন্য। এখন সবকিছু পেছনে ফেলে নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। 

ফারিয়া বলেন, ‘আমি ছোটবেলা থেকে একটি বিষয় মেইনটেইন করি–আলোচনা হোক, সমালোচনা হোক, সেটি যেন আমার কাজকেন্দ্রিক হয়। আগামীতে ভালো কিছু কাজ করার চেষ্টা করছি।’

মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়া অভিনীত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত এই ছবিতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। পরিচালনায় অনম বিশ্বাস।

অভিনেত্রী জানিয়েছেন, গল্পটি অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং নির্মাণও চমৎকার হয়েছে। যদিও সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও নিশ্চিত না। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]