ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ইউরোপীয় দেশকে রাশিয়ার তেল কিনতে ছাড় দিলেন ট্রাম্প সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনা, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর আ.লীগের বড় পরিকল্পনা ফাঁস, গ্রেপ্তার ২৫ নতুন রূপে ধরা দিলেন বুবলী উদযাপনের মাঝেই হঠাৎ চলে গেলেন তেজস্বী, ঘটনা কী পদ্মফুল তুলতে গিয়ে ডুবে মারা গেল ৪ স্কুলছাত্রী বাগেরহাটে কিস্তি দিতে না পারায় যে কাণ্ড ঘটাল এনজিওকর্মীরা মোহনপুরে কাটা গলা নিয়ে রিকশা চালিয়ে ৩ কিলোমিটার , অতঃপর..... কাঁকন বাহিনীর আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী, গ্রেফতার ২১ পদ্মার চরে 'অপারেশন ফার্স্ট লাইট: ২১ জন 'কাকন বাহিনী' সদস্য গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার আমন মৌসুমে ধান ৩৪, আতপ ৪৯ ও সেদ্ধ চাল ৫০ টাকায় কিনবে সরকার হংকংয়ের কাছে ফাইনাল হারলো বাংলাদেশ ছাওয়াল আমাক বেইচি থুইয়্যা চলি গেছে, ভাতকাপুড় দেয়না, বৃদ্ধার আকুতি উচ্চারণ নিয়ে বলিউডে হাসি-ঠাট্টা হত! এবার দীপিকার কণ্ঠ শোনা যাবে গোটা বিশ্বে নিয়ামতপুরে শিক্ষার্থী মমতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন রাজনীতিতে যা-ই হোক, ১৩ নভেম্বরই শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা: প্রসিকিউটর পেঁয়াজের দাম ৫ দিনের মধ্যে না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা সিংড়ায় দাউদার মাহমুদের নেতৃত্বে জাতীয় বিপ্লব দিবস উদযাপন নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাব না: মির্জা ফখরুল

থানায় মামলা করতে গেলে ধর্ষণের চেষ্টা করেন ওসি, আদালতে কাঁদলেন ভুক্তভোগী তরুণী

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০১:৩৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০১:৩৮:৫৮ অপরাহ্ন
থানায় মামলা করতে গেলে ধর্ষণের চেষ্টা করেন ওসি, আদালতে কাঁদলেন ভুক্তভোগী তরুণী ছবি: সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাবেক ওসি নুরুল ইসলাম বাদলসহ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণচেষ্টা, শারীরিক নির্যাতন, অপহরণ, জখম ও পরবর্তী সময়ে নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সালমা আক্তার (ছদ্মনাম) নামে এক তরুণী জানিয়েছেন, দীর্ঘ তিন বছর ধরে তিনি অন্যায়ভাবে মিথ্যা মামলা, হুমকি ও ভয়ভীতির শিকার হচ্ছেন। 

সালমা আক্তারের অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে প্রতারক চক্র চাকরির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৭ লাখ ১৭ হাজার টাকা হাতিয়ে নেয়। চাকরি না পেয়ে তিনি মঠবাড়িয়া থানার তৎকালীন ওসি নুরুল ইসলাম বাদলের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার পর ওসি বাদল প্রথমে তাঁকে আশ্বাস দিলেও পরে থানার পাশের নারী-শিশু কক্ষে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন সালমা।

তিনি আরও জানান, “আমি প্রতিবাদ করে সেখান থেকে বের হয়ে আসি। এরপর থেকেই ওসি বাদল ক্ষিপ্ত হয়ে একের পর এক লোক দিয়ে আমাকে মিথ্যা মামলায় জড়াতে থাকে। থানায় গিয়ে ন্যায়বিচার চাইলে উল্টো আমাকে হয়রানি করা হয়।”

ভুক্তভোগীর ভাষ্য, ২০২৩ সালে তিনি বিষয়টি পিরোজপুর পুলিশ সুপার, বরিশাল রেঞ্জ ডিআইজি এবং আইজিপি বরাবর অভিযোগ করেন। তদন্তের পর ওসি নুরুল ইসলাম বাদল, তদন্ত কর্মকর্তা আব্দুল হক, এসআই আবুল কাসেম, এএসআই ফিরোজ হাসান ও দ্বিতীয় কর্মকর্তা মো. কুদ্দুসের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। 

তবে বিভাগীয় মামলা চলাকালেও অভিযোগ রয়েছে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা সালমার বাড়িতে গিয়ে তাকে হুমকি দেন এবং ‘খারাপ আচরণ’ করেন। এই ঘটনার পর ২০২৩ সালের ২৯ অক্টোবর তিনি পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার মামলা করেন।

কিন্তু মামলার শুনানির দিন তাকে আদালতে যেতে বাধা দেওয়া হয় এবং জোরপূর্বক তিনটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে দাবি করেন সালমা। এরপর তিনি মঠবাড়িয়া ও পিরোজপুর সদর থানায় পৃথক দুটি জিডিও করেন।

ভুক্তভোগী আরও বলেন, “আমার মা নেই, বাবা গুরুতর অসুস্থ। এই অন্যায়-অত্যাচারের কারণে আমার পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। আমি শুধু ন্যায়বিচার চাই।”

২০২৫ সালের আগস্টে সালমার বাড়িতে হামলার অভিযোগও রয়েছে। তার দাবি, সাবেক ওসি বাদলের নির্দেশে একদল লোক তার বাসায় ঢুকে লুটপাট ও হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন। মামলা করতে গেলে থানায় পুলিশ নিতে চায়নি, পরে ১০ অক্টোবর মামলা নথিভুক্ত হলেও মূল আসামিদের বাদ দেওয়া হয় বলে অভিযোগ।

অভিযোগ রয়েছে, বর্তমানে বরখাস্ত হওয়া এএসআই আবুল কালাম আজাদ সালমার পরিবারের কাছে ২০ লাখ টাকা দাবি করে আসছেন। টাকা না দেওয়ায় তাদের বিরুদ্ধে নতুন করে ‘বিস্ফোরক আইনে মিথ্যা মামলা’ দেওয়া হয়। 

সালমা বলেন, “আমার বাবা এক মাস হাজত খেটে বের হয়েছেন। আমরা কোনো রাজনৈতিক দলের পদ-পদবি বা সম্পৃক্ততায় নেই। শুধু ন্যায়বিচার চাই।”

এই বিষয়ে অভিযুক্ত সাবেক ওসি নুরুল ইসলাম বাদলের বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বিষয়টি সংবেদনশীল। ভুক্তভোগীর অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিভাগীয় ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
পদ্মার চরে 'অপারেশন ফার্স্ট লাইট: ২১ জন 'কাকন বাহিনী' সদস্য গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

পদ্মার চরে 'অপারেশন ফার্স্ট লাইট: ২১ জন 'কাকন বাহিনী' সদস্য গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার