ঢাকা , শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সাপে কাটা বৃদ্ধিমূখী: র‌্যামেক এ চালু হতে যাচ্ছে দেশসেরা স্নেক-বাইট ওয়ার্ড নিউ ইয়র্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর 'বিসমিল্লায় ভুল' রাণীনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিনষ্ট সিরাজগঞ্জে উচ্চ শব্দে গান বাজিয়ে কিশোরীকে ধর্ষণ! গ্রেপ্তার ধর্ষক নাইম বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সভা গুরুদাসপুরে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত সবাই বলতো আমার স্তন নেই, মসৃণ বুক: অনন্যা পাণ্ডে ‘কৃত্রিম বাধা’র মাধ্যমে গাজা শান্তি পরিকল্পনা নস্যাৎ করতে চায় ইসরায়েল সিরাজগঞ্জে বাড়ছে এইডস রোগী, ২৬ জনের মৃত্যু ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে থাকবেন না ব্যারিস্টার সরোয়ার হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির ১০ বছর পর মিরপুরে উদ্বোধনী জুটিতে শতরান বাংলাদেশের নরসিংদীতে পেট্রোল ঢেলে স্ত্রী-সন্তানের গায়ে আগুন, দগ্ধ ৫ সুস্থ ও নেক সন্তান লাভের ৪ দোয়া সহজ কিছু ডিটক্স টিপসে শরীর থাকবে ঝরঝরে বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই: চমক পাবনায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ২০ সহমর্মিতার গুণ অর্জন করবেন যেভাবে মাইগ্রেনের যন্ত্রণায় অস্থির? মাত্র ১৫ মিনিটে মিলবে উপশম

অন্যের স্বামী কখনোই আপনার প্রেমিক নয়

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৭:৪৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৭:৪৮:৪০ অপরাহ্ন
অন্যের স্বামী কখনোই আপনার প্রেমিক নয় অন্যের স্বামী কখনোই আপনার প্রেমিক নয়
অন্যের স্বামী কখনোই আপনার প্রেমিক নয়। এই কথাগুলো সেই সব নারীর জন্য, যারা নিজের সংসার, স্বামী-সন্তান থাকা সত্ত্বেও অন্যের স্বামীকে ভালোবেসে ফেলেছেন। মনে রাখবেন, কারো স্বামী কখনোই আপনার প্রেমিক হতে পারে না। যতই সে আপনাকে হাজারটা স্বপ্ন দেখাক, যতই মিষ্টি প্রতিশ্রুতি দিক, দিনশেষে তার হাতটা থাকবে তার স্ত্রীর হাতেই। সমাজের চোখে ভালো মানুষ হিসেবে থাকতে গিয়েই একদিন সে আপনাকেই দোষারোপ করবে। বলবে,আপনিই তাকে টেনেছেন, আপনিই তাকে প্রলুব্ধ করেছেন। অথচ আপনার হৃদয় ভেবেছিল সে সব ছেড়ে আপনার কাছে আসবে।

সে যত প্রতিশ্রুতিই দিক না কেন, শেষ পর্যন্ত সে সেই প্রতিশ্রুতিই রাখবে যা সে বিয়ের দিন স্ত্রীর সামনে দাঁড়িয়ে দিয়েছিল। আপনি? আপনার জীবনে আসবে কিছু লুকোনো ফোনকল, চুপিসারে দু’চারবার দেখা করা আর কিছু মুহূর্ত যা কখনো দিনের আলোতে আসতে পারবে না। উৎসবের আনন্দ, পারিবারিক ছবি, সামাজিক স্বীকৃতি, সবই থাকবে তার স্ত্রীর দখলে। আর আপনার ভাগে পড়বে অজানা শূন্যতা, অবহেলার কষ্ট আর একরাশ অপেক্ষা।

তবু মনে হতে পারে, আরেকবার কথা বলা দরকার, হয়তো সে সত্যিই পাল্টে যাবে। কিন্তু নিজেকে প্রস্তুত রাখুন। কারণ যে কোনো দিন সে হঠাৎ করেই আপনাকে জীবনের সবকিছু থেকে কেটে দিতে পারে, ব্লক করে চলে যেতে পারে, শুধু নিজের ইমেজ বাঁচানোর জন্য। তখন যেন আপনার পৃথিবী ভেঙে না পড়ে।

তাকে আপনি ভালোবাসতেই পারেন, সেটা আপনার অনুভূতি। কিন্তু এই বাস্তবতাটা ভুলে যাবেন না, যে সম্পর্কের ভিত দাঁড়িয়ে আছে আরেকজন নারীর চোখের জলে, সেখানে সুখ টেকসই হয় না। ভালোবাসার নামে আত্মপ্রবঞ্চনা করে বাঁচা মানেই নিজের হৃদয়কে ধ্বংস করা।

সত্যিকারের ভালোবাসা আসে আলোতে, গোপনে নয়। যে ভালোবাসা আপনাকে মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়াতে দেয়, সেটাই টেকসই সম্পর্ক। তাই নিজেকে ছোট করবেন না, অন্যের ভাঙা আঙিনায় সুখ খুঁজবেন না। আপনার সম্মান, আপনার মানসিক শান্তি, এগুলোই সবচেয়ে মূল্যবান।
(ফেসবুক থেকে পাওয়া)

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলার দাবিতে রাজশাহীতে জনসমাবেশ

সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলার দাবিতে রাজশাহীতে জনসমাবেশ