ঢাকা , বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ , ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​ঠাকুরগাঁও-৩ আসনে কোন পূজা মন্ডপ কাঁচা থাকবেনা, ব্যারিস্টার রোকুনুজ্জামান রাজশাহীর মন্ডপ পরিদর্শন করলেন মাল্টিপার্টির এ্যাডভোকেসি ফোরাম নেতৃবৃন্দ বাগমারায় খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু ইউপি সদস্যের উপর হামলা মাদকসেবীর, গুরুতর আহত গারো স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক বিয়ের রাতেই ৭০ বছর বয়সী বরের মৃত্যু ঢাকায় ৯ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ফেনীতে ৮০ হাজার টাকার গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক নওগাঁ থেকে অপহৃত তরুণী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হলেন আসিফ আকবর রেল দুর্ঘটনায় ভারতে এক বছরে ২১ হাজারের বেশি মৃত্যু ডেঙ্গুতে নয় মাসে মৃত্যু ২০০ জনের ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান ‘স্তনদুগ্ধ পাম্প করে যেতাম’, দীপিকার আট ঘণ্টার কাজের দাবি নিয়ে মুখ খুললেন রানি লালপুরে দিনমজুর সবুজের ঘরে একসঙ্গে জন্ম নিলো পাঁচ সন্তান সমাবেশে ৪১ জনের মৃত্যুর পর থালাপতি বিজয়ের রাজ্যব্যাপী সফর বাতিল ফিলিপাইনের ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৭০ এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে সুখবর তরুণ-বৃদ্ধ দুই জেনারেশনের মধ্যে সমন্বয় ঘটাতে হবে: ডা. জাহিদ প্রতিদিনের ৬ আমল

পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জল থামছে না? ৫ টোটকায় স্বস্তি পাবে দু’নয়ন

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৩:৫৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৩:৫৮:৩১ অপরাহ্ন
পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জল থামছে না? ৫ টোটকায় স্বস্তি পাবে দু’নয়ন ফাইল ফটো
রান্না করা এক কথা আর তার জন্য নানা উপকরণের জোগারযন্ত আর এক ঝক্কি। আর রান্না যদি হয় আমিষ, তবে সবচেয়ে বড় কাজ হল পেঁয়াজ কাটা। আর পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জলে নাকের জলে হওয়া। নবমীর সকালে তাই রইল পাঁচটি টিপস যা পেঁয়াজ কাটার যন্ত্রণা থেকে মুক্তি দেবে চোখ দু’টিকে।

কেন পেঁয়াজ কাটলে চোখ জ্বলে?
পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার অন্যতম কারণ হল এতে থাকা সালফার। যা পেঁয়াজ কাটার সঙ্গে সঙ্গে বাতাসে মেশে। আর বাতাস বাহিত হয়ে চোখের জলীয় অংশের সংস্পর্শে এলেই তা এক ধরনের অ্যাসিড তৈরি করে। তার থেকেই যাবতীয় জ্বালা, অস্বস্তি, চোখের জলের সূত্রপাত। পেঁয়াজ কাটার সময় চোখের জল বেরনো রোধ করতে হলে তাই সবার আগে বাতাসে সালফার ছড়ানো আটকাতে হবে। যা পুরোপুরি রোধ করা না গেলেও কমানো সম্ভব।

কী ভাবে পেঁয়াজ কাটার অস্বস্তি থেকে চোখ বাঁচাবেন?

১। মাথার অংশ সরিয়ে ফেলুন: পেঁয়াজপেঁয়াজের সবচেয়ে বেশি সালফারের অংশটি থাকে গোড়ায়। অর্থাৎ মাথার কাছের যে অংশটি কেটে বাদ দেওয়া হয়। অনেকেই পেঁয়াজ কেটে ওই অংশটি সামনেই ফেলে রাখেন। বদলে ওই অংশটি কাটার পরে সরিয়ে ফেললে বাতাসে সালফার ছড়াবে কম। চোখেও অস্বস্তি হবে না।

২। কাটার আগে ফ্রিজে রাখুন: পেঁয়াজ কাটার আগে তা ১০ মিনিট থেকে আধ ঘণ্টা মতো ফ্রিজের ঠান্ডায় রেখে দিন। এতেও পেঁয়াজ কাটার সময় তা থেকে সালফার বেরনোর মাত্রা কমে।

৩। খোসা ছাড়িয়ে ঠান্ডা জলে: পেঁয়াজের খোসা ছাড়ানোর পরে সেটি ঠান্ডা জলে ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট। তাতেও সালফারের প্রভাব বেশ খানিকটা কমবে।

৪। গ্রামীণ তবে কার্যকরী পদ্ধতি: গ্রামীণ একটি টোটকা এ ব্যাপারে কার্যকরী বলে মানেন অনেকেই। তা হল পেঁয়াজ কাটার সময় মুখে জল ভরে রাখা। এতে পেঁয়াজের সালফারের মাত্রা না কমলেও চোখে জলের জোগান বাড়ে। তাতে সালফারের বিক্রিয়ায় অ্যাসিড তৈরি হলেও তা ক্রমাগত জলের জোগানের কারণে অস্বস্তি বা জ্বালাভাব হতে দেয় না।

৫। পাখার সামনে কাটুন: পাখার সামনে দাঁড়িয়ে পেঁয়াজ কাটলেও পেঁয়াজের সালফার চোখ পর্যন্ত পৌঁছে অ্যাসিড বিক্রিয়া ঘটাতে পারে না। তাতেও চোখ স্বস্তি পাবে।

এর পাশাপাশি আর একটি বোনাস টিপস। অনেক সময় ধারালো ছুরিও কাজে দিতে পারে। বিজ্ঞান বলছে ছুরি খুব ধারালো হলে তা কম কোষ ভাঙে। সে ক্ষেত্রে খুব বেশি সালফার বেরিয়ে আসে না। তা থেকেও চোখের জ্বালা ভাব কম হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে আরএমপির ট্রাফিক বিভাগের পথ নির্দেশনা

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে আরএমপির ট্রাফিক বিভাগের পথ নির্দেশনা