ঢাকা , বুধবার, ২২ অক্টোবর ২০২৫ , ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত সরকারি ব্যাংকে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ১৫ সেনাকর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল নোয়াখালীতে পিস্তল-গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার মহানগরীতে ‍পুলিশের অভিযান গ্রেফতার ২৬ বাগমারায় হত্যা মামলার প্রধান আসামী ফাহিম গ্রেফতার শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার তৃতীয় সন্তানও মেয়ে হওয়ায় খালে ফেলে হত্যা করলেন মা ধর্ষণের সময় উচ্চস্বরে বাজানো হয় গান, পাহারায় ৫ বন্ধু রাজশাহীতে আন্তঃনগর ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিলো ২ যুবক নোয়াখালীতে বিনা ভোটে বিজয়ী হতে নমিনেশন ফরম ছিঁড়ে প্রার্থীর ভাইকে মারধর রাবিতে তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন তানোরে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন রাবিতে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজশাহী নগরীর কর্ণহারে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল নকল ও ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রি; চারঘাটে করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা রাসিকের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত আগামীকাল জাতীয় নিরাপদ সড়ক দিবস

জয়পুরহাটে প্রকাশ্যে মাদ্রাসা শিক্ষককে মারধর, দুই ভাইয়ের কারাদণ্ড

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০১:৪৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০১:৪৭:১৩ অপরাহ্ন
জয়পুরহাটে প্রকাশ্যে মাদ্রাসা শিক্ষককে মারধর, দুই ভাইয়ের কারাদণ্ড ফাইল ফটো
জয়পুরহাটের কালাই উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের ওপর প্রকাশ্যে হামলা ও মারধরের ঘটনায় দুই সহোদরকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কালাই পৌর শহরের আহলে হাদিস মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।
 
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
 
ভুক্তভোগী শিক্ষক সেলিম রেজা হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক এবং কালাই পৌর শহরের আহলে হাদিস মসজিদের খতিব।
 
দণ্ডপ্রাপ্ত দুই ভাই হলেন: আবদুল্লাহ আল মাহমুদ (৩৮) ও তার ছোট ভাই নূর মোহাম্মদ (৩৫)। তারা কালাই পৌর এলাকার থুপসাড়া মহল্লার বাসিন্দা।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল মাহমুদের স্ত্রী হাতিয়র কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। বৃহস্পতিবার সকালে স্ত্রীর কামিল পাসের সনদ ও অন্যান্য কাগজপত্র নিতে মাদ্রাসায় যান আবদুল্লাহ। এ সময় তার সঙ্গে শিক্ষক সেলিম রেজার কথা–কাটাকাটি হয়। পরে তিনি সেখান থেকে চলে যান।
 
এক পর্যায়ে সেলিম রেজা মাদ্রাসা থেকে কালাই আহলে হাদিস মসজিদ মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে সেখানে গিয়ে আবদুল্লাহ তাকে মারধর করেন। পরে আবদুল্লাহর ছোট ভাই নূর মোহাম্মদও যোগ দেন। এতে সেলিম রেজা আহত হন।
 
ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা হামলাকারী দুই ভাইকে মার্কেটের ভেতর আটক করে রাখে। খবর পেয়ে ইউএনও শামীমা আক্তার ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করেন। পরে অভিযুক্তদের উদ্ধার করে ইউএনও কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
 
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেলিম রেজা দোকানে বসে আছেন। এক ব্যক্তি দোকানে প্রবেশ করে কিছু জিজ্ঞাসা করার পর তার গালে বারবার চড় মারেন। এ নিয়ে ধস্তাধস্তি শুরু হলে সেলিম রেজা দোকানের সামনে পড়ে যান। তখনও তাকে মারধর করা হয়।
 
এ বিষয়ে জানতে চাইলে সেলিম রেজার মুঠোফোনে কল করা হয়। তবে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মন্তব্য পাওয়া যায়নি।
 
এদিকে সাজাপ্রাপ্ত দুই ভাইকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
মহানগরীতে ‍পুলিশের অভিযান গ্রেফতার ২৬

মহানগরীতে ‍পুলিশের অভিযান গ্রেফতার ২৬