ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাবিতে উপাচার্যের আশ্বাসে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাটডাউন স্থগিত দেশপ্রেমিক তাসনিম জারা এর সংক্ষিপ্ত জীবনি নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার ৩ বছর পর স্বামী ও শ্যালিকা গ্রেফতার নওগাঁয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মাতব্বর ও স্বামীর পরিবারের দিকে কলেজ ছাত্র অনিক হাসান মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ১ রাণীনগরে মা হারা অসহায় দুই শিশুকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি তানোরের নতুন ইউএনও নাঈমা খাঁন রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আরএমপি'র ট্রাফিক জরিমানা আদায় কার্যক্রম শুরু টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে সব দপ্তরের দায়িত্ব রয়েছে, মহাপরিচালক পাবনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত চিত্রনায়িকা আইরিনের খোলামেলা পেশাকে ছবি নিয়ে নেটদুনিয়ায় তোলপাড় 'টাকার বিনিময়ে যৌনতা স্বীকারোক্তি ভারতীয় অভিনেত্রীদের! রাবিতে টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি চলছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দুই ছাত্র হত্যা মামলার বিচার শুরু, রুবেল ও ডাবলু সরকারকে ঢাকায় কারাগারে প্রেরণ রাবি উপাচার্যের আশ্বাসে শাটডাউন স্থগিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের চাঁপাইবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিএসএফ পুশইন করেছে ১৯ বাংলাদেশী রাজশাহীতে জুলাই গণঅভুত্থান: আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দুই ছাত্র হত্যা মামলার বিচার শুরু গুরুদাসপুরে জলাবদ্ধ স্কুলমাঠ সংস্কার দাবিতে মানববন্ধন গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক, ৫ কর্মকর্তা আটক

নওগাঁয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মাতব্বর ও স্বামীর পরিবারের দিকে

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৮:৫৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৮:৫৮:৫৯ অপরাহ্ন
নওগাঁয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মাতব্বর ও স্বামীর পরিবারের দিকে নওগাঁয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মাতব্বর ও স্বামীর পরিবারের দিকে
নওগাঁর মান্দা উপজেলায় দাওয়াইল-হলুদঘৈর মোল্লাপাড়া ব্রীজ এলাকায় রাস্তার পাশ থেকে পাখি আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত পাখি আক্তার মান্দা উপজেলার ভারশোঁ গ্রামের লবির উদ্দীন সরদারের মেয়ে এবং দু' সন্তানের জননী। তার মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ দানা বেঁধেছে, যার তীর গ্রাম্য মাতব্বর ও স্বামীর পরিবারের দিকে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটির পরিচয় শনাক্ত করে। জানা যায়, মৃতদেহটি পাখি আক্তারের।

নিহতের বাবা ও স্থানীয় সূত্রমতে, প্রায় তিন মাস আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে দাওয়াইল গ্রামের জিয়ারুলের ছেলে তাইজুল ইসলামের সাথে পাখি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাইজুলের পরিবার পাখিকে গৃহবধূ হিসেবে মেনে নিতে রাজি ছিল না। এরই পরিপ্রেক্ষিতে ২০-২৫ দিন আগে জনৈক গ্রাম্য মাতব্বরের নেতৃত্বে ১ লাখ টাকার মোহরানার স্থানে মাত্র ২০ হাজার টাকায় রফাদফা করে পাখিকে তালাক দেওয়া হয়। অভিযোগ রয়েছে, মাতব্বর সে সময় পাখিকে এক প্রকার চাপ প্রয়োগের মাধ্যমে তালাক দিতে বাধ্য করেন এবং ২০ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা নিজের পকেটে রেখে ১৫ হাজার টাকা পাখিকে দেন।

স্থানীয়দের ভাষ্যমতে, মাতব্বরের কাছে থাকা ৫ হাজার টাকা আদায়ের জন্য পাখি প্রায়ই তার কাছে আসতেন। ঘটনার আগের রাতেও পাখিকে মাতব্বরের সাথে ঘোরাফেরা করতে দেখা গেছে। এসব কারণে স্থানীয়দের সন্দেহের তীর মাতব্বরসহ নিহতের স্বামীর পরিবারের দিকে।

নিহত গৃহবধূ পাখি আক্তারের বাবা লবির উদ্দীন সরদার অভিযোগ করেছেন, তার মেয়ের মৃত্যুর পেছনে গ্রাম্য মাতব্বর, মেয়ে জামাইয়ের পরিবার এবং আরও কয়েকজন জড়িত। তিনি জানান, কিছুদিন আগেও পাখির শাশুড়ি তাদের বাড়িতে এসে তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। এই ঘটনার পর তার মেয়ের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে তিনি এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন এবং ন্যায়বিচারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবিতে উপাচার্যের আশ্বাসে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাটডাউন স্থগিত

রাবিতে উপাচার্যের আশ্বাসে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাটডাউন স্থগিত