ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ, দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু পুঠিয়ায় ঠিকাদার ও প্রকৌশলীর অবহেলায় স্থবির ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসরুম নির্মান কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ সোহাকে দেখেই যৌনাঙ্গ নাচিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি! ডিজিটাল অ্যাপে পরকীয়া রমরমা চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার বাবা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড, স্ত্রী ও সৎমায়ের কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত, আহত ৫ ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ‘পার্সেন্টেজ’ আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে চড় মেরে শিশুর কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব ইংরেজদের অভিবাসন বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে বার্তা ইলন মাস্কের বিশ্বের সবচেয়ে সুন্দর জনপ্রিয় ১০ পর্ণ তারকা এন সি এল-এ রাজশাহী ভেন্যতে ঢাকা মেট্রোর জয় হরিপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট বেকার ছেলেকে বিয়ে করবেন কোটিপতি তানিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৮'ম শ্রেণীর ছাত্রীকে বিয়ে রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব

এসআইয়ের বিরুদ্ধে চড় মেরে শিশুর কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১১:০২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১১:০২:০৪ অপরাহ্ন
এসআইয়ের বিরুদ্ধে চড় মেরে শিশুর কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে চড় মেরে শিশুর কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ
ভিডিও ধারণ করায় চড় মেরে হামিম (১০) নামের এক শিশুর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পটুয়াখালীর বাউফল থানার এসআই মাসুদুর রহমানের বিরুদ্ধে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামে এ ঘটনা ঘটলেও পুলিশের হুমকির ভয়ে শিশুটির পরিবার বিষয়টি গোপন রাখে।

কানে প্রচণ্ড ব্যথা নিয়ে শিশুটির পরিবার শনিবার গভীর রাতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে বিষয়টি জানাজানি হয়।

কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে যাওয়ার পরামর্শ দেন। হামিম ছয়হিস্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনা তদন্ত করতে যান এসআই মাসুদুর রহমান। তখন হামিম তার কয়েকজন সহপাঠী নিয়ে খেলার ছলে পুলিশের ভিডিও ধারণ করছিল। ভিডিও ধারণের বিষয়টি দেখে ক্ষেপে যান এসআই মাসুদুর রহমান। তখন হামিমকে ধরে ডান কানে কষে কয়েকটি চড়-থাপ্পড় দেন তিনি। এতে ডান কানে প্রচণ্ড ব্যথা পায় হামিম। পুলিশের ভয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করে হামিমের পরিবার। কিন্তু হামিমের অবস্থার অবনতি হওয়ায় সবার চোখ এড়িয়ে শনিবার গভীর রাতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যায় তার পরিবার।

স্থানীয়রা বলেন, মো. হামিম তার বাসার সামনে বন্ধু জিদান, তানভীর ও মিয়াদের সঙ্গে মোবাইল ফোন নিয়ে খেলার ছলে ভিডিও ধারণ করছিল। তখন পুলিশের এসআই মাসুদুর রহমান তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যান এবং শিশুটিকে মারধর করেন। পরে তাকে (হামিম) পুলিশের গাড়িতে উঠালে স্থানীয়দের তোপের মুখে শিশুটিকে ছেড়ে দেন এসআই মাসুদুর।

হামিম জানায়, সে তার বন্ধুদের সঙ্গে মোবাইল ফোন নিয়ে খেলা করছিল। তখন পুলিশ তার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে যায় এবং কানের উপর চার-পাঁচটি চড় মারে। এতে তার ডান কানের পর্দা ফেটে শ্রবণশক্তি হারিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জালাল খন্দকার সাংবাদিকদের বলেন, পুলিশ শিশুটিকে মারধর করে গাড়িতে উঠালে কলম শাহ, কুদ্দুস মোল্লা ও আমি শিশুটিকে পুলিশের কাছ থেকে রেখে দেই।

হামিমের বাবা কবির মোল্লা বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আমার ছেলেকে মারধর করে ফোন নিয়ে গেছে। আমি পুলিশের ভয়ে ছেলের চিকিৎসাও করাইনি। ছেলেটি সারা রাত ব্যথায় ঘুমাতে না পারায় সবার চোখ এড়িয়ে শনিবার গভীর রাতে হাসপাতালে নিয়ে আসি।

অভিযুক্ত এসআই মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, জমিজমা নিয়ে বিরোধের ঘটনায় ছয়হিস্যা গ্রামে পৌঁছলে শিশুটি আমাদের ভিডিও ধারণ করে। শিশুটিকে মারধরের কোনো ঘটনা ঘটেনি, শুধুমাত্র মোবাইল ফোনটা নিয়ে এসেছি।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ডান কানে ব্যথার বিষয়ে নাক, কান ও গলা বিশেষজ্ঞদের দেখানোর পরামর্শ দিয়েছি।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, বিষয়টি জানার পরে আমি মাসুদুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি শিশুটির মাথা ধরে ঝাঁকি দিয়ে মোবাইল ফোনটি নিয়ে এসেছে বলে স্বীকার করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত