ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪ দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে: মিলন

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০১:০৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০১:০৫:৪০ অপরাহ্ন
সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে: মিলন সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে: মিলন
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীর মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার মৌগাছি ইউনিয়নের চাঁদপুর-নওপাড়া হাফেজিয়া মাদরাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসায় বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিষ্ঠানটির ছাত্র ও তাদের অভিভাবক এবং স্থানীয়দের মাঝে বৃক্ষ উপহার প্রদান করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমানুল্লাহ আমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মৌগাছি ইউনিয়নের আমির ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মোঃ সাদেকুল আলম। এদিন মোহনপুরে কাঁঠাল, আম, জাম, পেয়ারা, ডালিম, আমলকি, তেঁতুল, জলপাই, খেজুর, কদবেল ও নীমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০টি গাছ রোপণ ও উপহার প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির যে আন্দোলন শুরু হয়েছে, আমি এটাকে আন্দোলনই বলবো, কারণ নিশ্চয় আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আর অক্সিজেন গ্রহণ করি, সেটার জন্য প্রয়োজন বৃক্ষ। এটা নিয়ন্ত্রণ করে গাছ আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখে। সেই চেষ্টা করে যাচ্ছে এই সংগঠন। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

অ্যাডভোকেট শফিকুল হক মিলন আরও বলেন, বৃক্ষরোপণের এ আন্দোলন শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তার ১৯ দফার মধ্যে কিন্তু এই বৃক্ষরোপণ ছিল অন্যতম। আমরা সবাই বনায়ন করতে না পারলেও নিজেরা অন্তত একটি করে বৃক্ষরোপণ করতেই পারি। যেটা ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের তরুণরা শুরু করেছে। তরুণরাই পারে সবুজ বিপ্লব ঘটাতে। সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে।

এ সময় ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, বৃক্ষরোপণ একদিকে সাদকায়ে জারিয়া, অন্যদিকে বৃক্ষ আমাদের প্রকৃত বন্ধু। মানুষ মানুষের শত্রু হয়, একে অপরের ক্ষতি করে। কিন্তু গাছ কখনো আমাদের ক্ষতি করে না। বরং নীরবে-নিভৃতে ছায়া হয়ে পাশে থাকে, ফল দেয়, আরও অনেক উপকার করে। গাছ আমাদের প্রকৃত বন্ধু। সেজন্য আপনারা গাছকে ভালবাসবেন, বৃক্ষরোপণ করবেন, গাছের প্রতি দয়াশীল হবেন। এতে বাঁচবে পৃথিবী, বাঁচবো আমরা।

এই সময় উপস্থিত ছিলেন ধূরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী, হাফেজিয়া মাদরাসার কমিটির সভাপতি মাওলানা মাইনুল ইসলাম বেলালী, শিক্ষক মো. মনিরুজ্জামান, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য মাসুদ পারভেজ, মোতাসিম বিল্লাহ মাসুম, নাজমুল হাসানসহ অন্যান্য সদস্য, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সংগঠনটির সফলতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়। মাওলানা মাইনুল ইসলাম বেলালী মোনাজাত পরিচালনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত