সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে: মিলন

আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০১:০৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০১:০৫:৪০ অপরাহ্ন
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীর মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার মৌগাছি ইউনিয়নের চাঁদপুর-নওপাড়া হাফেজিয়া মাদরাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসায় বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিষ্ঠানটির ছাত্র ও তাদের অভিভাবক এবং স্থানীয়দের মাঝে বৃক্ষ উপহার প্রদান করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমানুল্লাহ আমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মৌগাছি ইউনিয়নের আমির ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মোঃ সাদেকুল আলম। এদিন মোহনপুরে কাঁঠাল, আম, জাম, পেয়ারা, ডালিম, আমলকি, তেঁতুল, জলপাই, খেজুর, কদবেল ও নীমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০টি গাছ রোপণ ও উপহার প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির যে আন্দোলন শুরু হয়েছে, আমি এটাকে আন্দোলনই বলবো, কারণ নিশ্চয় আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আর অক্সিজেন গ্রহণ করি, সেটার জন্য প্রয়োজন বৃক্ষ। এটা নিয়ন্ত্রণ করে গাছ আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখে। সেই চেষ্টা করে যাচ্ছে এই সংগঠন। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

অ্যাডভোকেট শফিকুল হক মিলন আরও বলেন, বৃক্ষরোপণের এ আন্দোলন শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তার ১৯ দফার মধ্যে কিন্তু এই বৃক্ষরোপণ ছিল অন্যতম। আমরা সবাই বনায়ন করতে না পারলেও নিজেরা অন্তত একটি করে বৃক্ষরোপণ করতেই পারি। যেটা ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের তরুণরা শুরু করেছে। তরুণরাই পারে সবুজ বিপ্লব ঘটাতে। সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে।

এ সময় ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, বৃক্ষরোপণ একদিকে সাদকায়ে জারিয়া, অন্যদিকে বৃক্ষ আমাদের প্রকৃত বন্ধু। মানুষ মানুষের শত্রু হয়, একে অপরের ক্ষতি করে। কিন্তু গাছ কখনো আমাদের ক্ষতি করে না। বরং নীরবে-নিভৃতে ছায়া হয়ে পাশে থাকে, ফল দেয়, আরও অনেক উপকার করে। গাছ আমাদের প্রকৃত বন্ধু। সেজন্য আপনারা গাছকে ভালবাসবেন, বৃক্ষরোপণ করবেন, গাছের প্রতি দয়াশীল হবেন। এতে বাঁচবে পৃথিবী, বাঁচবো আমরা।

এই সময় উপস্থিত ছিলেন ধূরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী, হাফেজিয়া মাদরাসার কমিটির সভাপতি মাওলানা মাইনুল ইসলাম বেলালী, শিক্ষক মো. মনিরুজ্জামান, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য মাসুদ পারভেজ, মোতাসিম বিল্লাহ মাসুম, নাজমুল হাসানসহ অন্যান্য সদস্য, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সংগঠনটির সফলতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়। মাওলানা মাইনুল ইসলাম বেলালী মোনাজাত পরিচালনা করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]