ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে কারখানার বর্জ্য নিষ্কাশিত পানিতে অবরুদ্ধ ৪৫ পরিবার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার লংমার্চে বাধা দেওয়ায় সাঁতরে পদ্মা পার হতে গিয়ে আহত ২ বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার রবিন ডাকাতের আসছে মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর মা হবেন রাভিনা ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব বিএনপির উৎসব না করার নির্দেশ তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বাম দলগুলো ৩০০ আসনে ভোটের প্রস্তুতি নিয়ে জোট করছে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ এ শতাব্দীতেই বিলুপ্ত হতে পারে শীত, ১৮% এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল? পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির তৃণমূলে হৃদয়ে রক্তক্ষরণ রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা জাল সনদে চাকরি ও প্রতারণার দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড

যুদ্ধ আপনি শুরু করেছেন, শেষ আমরাই করব! হুমকি ইরানি সেনার

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৪:২৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৪:২৭:২২ অপরাহ্ন
যুদ্ধ আপনি শুরু করেছেন, শেষ আমরাই করব! হুমকি ইরানি সেনার ছবি: সংগৃহীত
আমেরিকার হামলার পরে ফের প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিল ইরান! এ বার সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে জোরালো হুঙ্কার তেহরানের। সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে, মার্কিন প্রেসিডেন্টকে নিশানা করে ইরানের সামরিকবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, “এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু শেষটা আমরাই করব।” ট্রাম্পকে ‘জুয়াড়ি’ বলেও সম্বোধন করছে ইরানি সেনা।

ইরানের সামরিকবাহিনীর সদর দফতর খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাকারির এক ভিডিয়োবার্তা সোমবার সকালে প্রকাশ্যে এসেছে। আমেরিকা যা করেছে, তার জন্য মার্কিন মুলুককে জোরালো প্রত্যাঘাতের জন্য তৈরি থাকতে বলেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন, আমেরিকার হামলার পরে বড়সড় অভিযান চালাতে পারে ইরান এবং তার ভয়াবহ পরিণতি হতে পারে বলেও সতর্ক করেছেন জোলফাকারি।

রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। ইরান-ইজরায়েল সংঘর্ষে সরাসরি জড়িয়ে পড়েছে আমেরিকা। যদিও পরে পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত আর বাড়াতে চায় না তারা। তবে মার্কিন বাহিনীর এই হামলার পর রবিবারই ইরানের রিভলিউশনারি গার্ড বুঝিয়ে দিয়েছিল, তারা প্রতিশোধ নেবে। পশ্চিম এশিয়ায় ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটির কথা উল্লেখ করে তারা এ-ও জানিয়েছিল, হামলাকারীদের (আমেরিকার) পালানোর পথ নেই। এ বার ইরানি সেনার মুখপাত্র জোলফাকারি জানিয়ে দিলেন, এই সংঘাতে আমেরিকা জড়িয়ে যাওয়ার ফলে ইরানের বাহিনীর ‘বৈধ নিশানা’ও প্রসারিত হয়েছে।

অপর এক ভিডিয়োবার্তায় ইরানি সেনার কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আমির হাতামিও আমেরিকাকে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। পরমাণুকেন্দ্রে হামলার জন্য আমেরিকার বিরুদ্ধে ‘জোরালো পদক্ষেপের’ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম সিএনএন অনুসারে ওই ভিডিয়োবার্তায় তিনি বলেন, “অতীতে আমরা অনেক বার আমেরিকার (আক্রমণের) সম্মুখীন হয়েছি। যখনই তারা আমাদের বিরুদ্ধে অভিযানের চেষ্টা করেছে, প্রত্যেক বারই কড়া জবাব পেয়েছে। আমরা লড়ব। আমরা যাতে সুখে থাকতে পারি, সে জন্য আমরা লড়াই করে যাব।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭