যুদ্ধ আপনি শুরু করেছেন, শেষ আমরাই করব! হুমকি ইরানি সেনার

আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৪:২৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৪:২৭:২২ অপরাহ্ন
আমেরিকার হামলার পরে ফের প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিল ইরান! এ বার সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে জোরালো হুঙ্কার তেহরানের। সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে, মার্কিন প্রেসিডেন্টকে নিশানা করে ইরানের সামরিকবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, “এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু শেষটা আমরাই করব।” ট্রাম্পকে ‘জুয়াড়ি’ বলেও সম্বোধন করছে ইরানি সেনা।

ইরানের সামরিকবাহিনীর সদর দফতর খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাকারির এক ভিডিয়োবার্তা সোমবার সকালে প্রকাশ্যে এসেছে। আমেরিকা যা করেছে, তার জন্য মার্কিন মুলুককে জোরালো প্রত্যাঘাতের জন্য তৈরি থাকতে বলেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন, আমেরিকার হামলার পরে বড়সড় অভিযান চালাতে পারে ইরান এবং তার ভয়াবহ পরিণতি হতে পারে বলেও সতর্ক করেছেন জোলফাকারি।

রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। ইরান-ইজরায়েল সংঘর্ষে সরাসরি জড়িয়ে পড়েছে আমেরিকা। যদিও পরে পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত আর বাড়াতে চায় না তারা। তবে মার্কিন বাহিনীর এই হামলার পর রবিবারই ইরানের রিভলিউশনারি গার্ড বুঝিয়ে দিয়েছিল, তারা প্রতিশোধ নেবে। পশ্চিম এশিয়ায় ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটির কথা উল্লেখ করে তারা এ-ও জানিয়েছিল, হামলাকারীদের (আমেরিকার) পালানোর পথ নেই। এ বার ইরানি সেনার মুখপাত্র জোলফাকারি জানিয়ে দিলেন, এই সংঘাতে আমেরিকা জড়িয়ে যাওয়ার ফলে ইরানের বাহিনীর ‘বৈধ নিশানা’ও প্রসারিত হয়েছে।

অপর এক ভিডিয়োবার্তায় ইরানি সেনার কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আমির হাতামিও আমেরিকাকে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। পরমাণুকেন্দ্রে হামলার জন্য আমেরিকার বিরুদ্ধে ‘জোরালো পদক্ষেপের’ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম সিএনএন অনুসারে ওই ভিডিয়োবার্তায় তিনি বলেন, “অতীতে আমরা অনেক বার আমেরিকার (আক্রমণের) সম্মুখীন হয়েছি। যখনই তারা আমাদের বিরুদ্ধে অভিযানের চেষ্টা করেছে, প্রত্যেক বারই কড়া জবাব পেয়েছে। আমরা লড়ব। আমরা যাতে সুখে থাকতে পারি, সে জন্য আমরা লড়াই করে যাব।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]