ঢাকা , সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ , ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সুযোগ, ইতালিতে চালু হলো ‘সেক্স রুম’ নওগাঁয় ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ক্ষতিগ্রস্ত; জেলের মৃত্যু ভোলাহাটে সাপের কামড়ে একই দিনে ২ জনের মৃত্যু পুরুষগণ আল্লাহ প্রদত্ত এক অশেষ নেয়ামত রাজশাহীর শতবর্ষী বৃক্ষ রক্ষায় স্মারকলিপি প্রদান: প্রকৃতিবান্ধব উন্নয়নের দাবি রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত রাজশাহীতে ভুল চিকিৎসায় গর্ভবতী গাভীর মৃত্যু, পশু চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের নীলফামারীতে এক মিনিট স্থায়ী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ২০টি গ্রাম নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪ পিঠ-কোমরের ব্যথা নির্মূল হয় একটি বিশেষ আসনে, পদ্ধতি শেখালেন নিকিতা শরীরের খিদে মেটাতে কর্ণকে ‘ব্যবহার’ করেছিলেন অনুষা প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময় রাণীনগরে বজ্রপাতে একজনের মৃত্যু অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ: জয়শূন্য ব্রাজিলের বিদায়, গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা ট্রাম্পের আহ্বানের পরও ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭০ ধানমন্ডি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার এবার দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর

টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে বিসিবি সভাপতি বুলবুল

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৭:৩১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৭:৩১:৫৯ অপরাহ্ন
টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে বিসিবি সভাপতি বুলবুল টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে বিসিবি সভাপতি বুলবুল
টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের সাত বিভাগীয় শহরে চলছে বিসিবির আয়োজিত সপ্তাহব্যাপী উৎসব। তারই অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামেও চলছে নানা কার্যক্রম।

রবিবার সকালে স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিন সকালে আসার পরে ব্যাস্ত সময় কাটান তিনি।

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রোববার রাজশাহীর তেরোখাদিয়ায় বিভাগীয় স্টেডিয়ামে আসেন বিসিবি সভাপতি। এত দিন শোনা গেছে, পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার কথা বলে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয় না। নতুন সভাপতি বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যেসব সুযোগ- সুবিধা থাকা দরকার, এর সবই তাঁর কাছে আন্তর্জাতিক মানেরই মনে হয়েছে। তাই রাজশাহীতেও সম্ভব আন্তর্জাতিক ম্যাচ আয়োজন। বুলবুলের মতে, রাজশাহীর গ্রাউন্ডস আন্তর্জাতিক মানের। যোগাযোগ ব্যবস্থাও দারুণ। সভাপতি বলেন, ‘সকালে আমার ঢাকা থেকে রাজশাহী আসতে ৪০ মিনিট সময় লেগেছে। যোগাযোগ ব্যবস্থা দারুণ। আসার পরে কিছুক্ষণের জন্য যে হোটেলে অবস্থান করেছি, সেটা আমার কাছে মনে হয়েছে আন্তর্জাতিক মানের। এখানে মাঠ যেটা আছে, সেটাও আন্তর্জাতিক মানের। রাজশাহীতে যেটা আছে, বিশ্বের অনেক দেশেই এ রকম মাঠ নেই।

রাজশাহী ঘিরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়ারও স্বপ্ন আছে বলে জানালেন বুলবুল। তিনি আরও বললেন, ‘মাত্র ২২ দিন হয়েছে আমি বিসিবির সভাপতি হয়েছি। এর মধ্যে উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমার কয়েকবার মিটিং হয়েছে। তাঁর খুব ইচ্ছে, কীভাবে আমরা রাজশাহীর ক্রিকেটটাকে আন্তর্জাতিক মানের করতে পারি। তাঁর নির্দেশ আছে এখানে বিপিএল করার জন্য। আমরা কীভাবে এটা করতে পারি, তার জন্য সবকিছুই দেখছি। সে জন্য এখানে গ্রাউন্ড কমিটির চেয়ারম্যানও এসেছেন আমার সঙ্গে। রাজশাহীকে কেন্দ্র করে পুরো উত্তরবঙ্গের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্য বিসিবির। সে কথা জানিয়ে বুলবুল বলেন, ‘আমরা আজ টেস্ট ক্রিকেটের ২৫ বছর উদ্ধসঢ়;যাপন করতে এসেছি। সঙ্গে সঙ্গে এখানে বিসিবির কার্যক্রম কীভাবে রাজশাহীকে কেন্দ্র করে পুরো উত্তরবঙ্গে পরিচালনা করতে পারি, সেটা দেখাও উদ্দেশ্য। বিশেষ করে রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ, রাজশাহী ইয়ুথ প্রিমিয়ার লিগ নিয়ে বড় পরিকল্পনা আছে। আমরা যাকে বলছি ট্রিপল সেঞ্চুরি। ট্রিপল সেঞ্চুরির অংশ, ক্রিকেটকে কীভাবে বিকেন্দ্রীকরণ করা যায়। তারই অংশ হিসেবে রাজশাহী এসেছি। যা কিছু দেখলাম, এটা রাজশাহীতে সম্ভব। গত মে মাসে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের রাজশাহী সফরে দর্শকদের সাড়া নিয়েও কথা বলেন বুলবুল। তিনি বলেন, ‘রাজশাহীর টেস্ট হিসেবে আমরা সাউথ আফ্রিকা ইমার্জিং টিমকে পাঠিয়েছিলাম। পুরো বিশ্বে সবচেয়ে বড় যে খরা, মানুষ মাঠে গিয়ে খেলা দেখে না। মানুষ টেলিভিশন কিংবা স্ট্রিমিংয়ে খেলা দেখে। কিন্তু রাজশাহীর মাঠে পুরো গ্যালারি ভরে গিয়েছিল। তার মানে এখানে চাহিদা আছে। রাজশাহীর মানুষ খেলা দেখতে চায়। ওটাই আমাদের স্বপ্ন। দর্শককে কীভাবে মাঠে আনতে পারি, ক্রিকেটকে আরও পপুলার করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। সেভাবেই কাজ করছি। টেস্ট ক্রিকেটের ২৫ বছর পরেও আমাদের সমর্থকদের কমতি নেই। রাজশাহী তার উদাহরণ। রাজশাহীর ক্রিকেটকে এগিয়ে নিতে আরও অনেক সুযোগ-সুবিধা বাড়াতে হবে। সেগুলো বাস্তবায়নে পরিকল্পনা করছে বিসিসি। বুলবুল বললেন, এখানে ফ্লাড লাইট নেই। এখন পৃথিবী অনেক এগিয়ে গেছে।

এলইডি লাইট দিয়ে সারা পৃথিবীতে খেলা হচ্ছে। আমরা চেষ্টা করব সেদিকেই নিয়ে যাওয়ার। রাজশাহীতে বিপিএল হলে অবশ্যই সেভাবেই হবে। আবাসনের উন্নয়নও অবশ্যই আমরা করব। আমরা চাচ্ছি ক্রিকেট শুধু ঢাকাকেন্দ্রিক না থেকে সারা দেশে ছড়িয়ে পড়–ক। রাজশাহী থেকে যেন আরও বেশি খেলোয়াড় উঠে আসে, সে জন্য প্রিমিয়ার লিগ চালুর পরিকল্পনা নিয়েছি। স্টেডিয়ামের সামনেই রাখা ছিল একটি ‘কমেন্ট বোর্ড’। সেখানে ক্রিকেটকে ঘিরে নিজেদের স্বপ্নের কথা লিখেছেন ক্রিকেটপ্রেমীরা। বুলবুল লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে আমরা বিশ্বসেরা হতে চাই। এটি কীভাবে সম্ভব, জানতে চাইলে বুলবুল বলেন, ‘আমি আমার স্বপ্নের কথা লিখেছি। বাস্তবায়ন করা খুব একটা কঠিন ব্যাপার না। আমাদের পরিকল্পনা আছে। আজ এখানে ১২ বছরের নিচে যারা খেলে, তাদের নিয়ে এসেছি। এরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে পরিচালনা করতে পারলে আমাদের টেস্ট ক্রিকেট বিশ্বসেরা হবে। নবীন ক্রিকেটারদের সহায়তা দিয়ে যাওয়ার আশ্বাসও দিলেন বুলবুল, যারা

ক্রিকেটার হতে চায়, ক্রিকেট বোর্ডের সহায়তা ছাড়া হয়তো তারা অনেক দূর যেতে পারবে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ভালো ক্রিকেটার হওয়ার জন্য যে ভালো ট্রেইনার দরকার, কোচ দরকার, যেটা আমরা করতে পারব, সেটা আমরা দেব। নবীনদের বলব, তারা যেন সৎ মানুষ হিসেবে ক্রিকেট খেলে। আমরা অনেক টুর্নামেন্ট করছি। তাদের খেলার সুযোগ আছে। তারা যদি সততার সঙ্গে খেলে, অবশ্যই পারবে। আর তাদের সহায়তার জন্য বিসিবি আছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত