টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে বিসিবি সভাপতি বুলবুল

আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৭:৩১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৭:৩১:৫৯ অপরাহ্ন
টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের সাত বিভাগীয় শহরে চলছে বিসিবির আয়োজিত সপ্তাহব্যাপী উৎসব। তারই অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামেও চলছে নানা কার্যক্রম।

রবিবার সকালে স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিন সকালে আসার পরে ব্যাস্ত সময় কাটান তিনি।

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রোববার রাজশাহীর তেরোখাদিয়ায় বিভাগীয় স্টেডিয়ামে আসেন বিসিবি সভাপতি। এত দিন শোনা গেছে, পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার কথা বলে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয় না। নতুন সভাপতি বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যেসব সুযোগ- সুবিধা থাকা দরকার, এর সবই তাঁর কাছে আন্তর্জাতিক মানেরই মনে হয়েছে। তাই রাজশাহীতেও সম্ভব আন্তর্জাতিক ম্যাচ আয়োজন। বুলবুলের মতে, রাজশাহীর গ্রাউন্ডস আন্তর্জাতিক মানের। যোগাযোগ ব্যবস্থাও দারুণ। সভাপতি বলেন, ‘সকালে আমার ঢাকা থেকে রাজশাহী আসতে ৪০ মিনিট সময় লেগেছে। যোগাযোগ ব্যবস্থা দারুণ। আসার পরে কিছুক্ষণের জন্য যে হোটেলে অবস্থান করেছি, সেটা আমার কাছে মনে হয়েছে আন্তর্জাতিক মানের। এখানে মাঠ যেটা আছে, সেটাও আন্তর্জাতিক মানের। রাজশাহীতে যেটা আছে, বিশ্বের অনেক দেশেই এ রকম মাঠ নেই।

রাজশাহী ঘিরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়ারও স্বপ্ন আছে বলে জানালেন বুলবুল। তিনি আরও বললেন, ‘মাত্র ২২ দিন হয়েছে আমি বিসিবির সভাপতি হয়েছি। এর মধ্যে উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমার কয়েকবার মিটিং হয়েছে। তাঁর খুব ইচ্ছে, কীভাবে আমরা রাজশাহীর ক্রিকেটটাকে আন্তর্জাতিক মানের করতে পারি। তাঁর নির্দেশ আছে এখানে বিপিএল করার জন্য। আমরা কীভাবে এটা করতে পারি, তার জন্য সবকিছুই দেখছি। সে জন্য এখানে গ্রাউন্ড কমিটির চেয়ারম্যানও এসেছেন আমার সঙ্গে। রাজশাহীকে কেন্দ্র করে পুরো উত্তরবঙ্গের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্য বিসিবির। সে কথা জানিয়ে বুলবুল বলেন, ‘আমরা আজ টেস্ট ক্রিকেটের ২৫ বছর উদ্ধসঢ়;যাপন করতে এসেছি। সঙ্গে সঙ্গে এখানে বিসিবির কার্যক্রম কীভাবে রাজশাহীকে কেন্দ্র করে পুরো উত্তরবঙ্গে পরিচালনা করতে পারি, সেটা দেখাও উদ্দেশ্য। বিশেষ করে রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ, রাজশাহী ইয়ুথ প্রিমিয়ার লিগ নিয়ে বড় পরিকল্পনা আছে। আমরা যাকে বলছি ট্রিপল সেঞ্চুরি। ট্রিপল সেঞ্চুরির অংশ, ক্রিকেটকে কীভাবে বিকেন্দ্রীকরণ করা যায়। তারই অংশ হিসেবে রাজশাহী এসেছি। যা কিছু দেখলাম, এটা রাজশাহীতে সম্ভব। গত মে মাসে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের রাজশাহী সফরে দর্শকদের সাড়া নিয়েও কথা বলেন বুলবুল। তিনি বলেন, ‘রাজশাহীর টেস্ট হিসেবে আমরা সাউথ আফ্রিকা ইমার্জিং টিমকে পাঠিয়েছিলাম। পুরো বিশ্বে সবচেয়ে বড় যে খরা, মানুষ মাঠে গিয়ে খেলা দেখে না। মানুষ টেলিভিশন কিংবা স্ট্রিমিংয়ে খেলা দেখে। কিন্তু রাজশাহীর মাঠে পুরো গ্যালারি ভরে গিয়েছিল। তার মানে এখানে চাহিদা আছে। রাজশাহীর মানুষ খেলা দেখতে চায়। ওটাই আমাদের স্বপ্ন। দর্শককে কীভাবে মাঠে আনতে পারি, ক্রিকেটকে আরও পপুলার করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। সেভাবেই কাজ করছি। টেস্ট ক্রিকেটের ২৫ বছর পরেও আমাদের সমর্থকদের কমতি নেই। রাজশাহী তার উদাহরণ। রাজশাহীর ক্রিকেটকে এগিয়ে নিতে আরও অনেক সুযোগ-সুবিধা বাড়াতে হবে। সেগুলো বাস্তবায়নে পরিকল্পনা করছে বিসিসি। বুলবুল বললেন, এখানে ফ্লাড লাইট নেই। এখন পৃথিবী অনেক এগিয়ে গেছে।

এলইডি লাইট দিয়ে সারা পৃথিবীতে খেলা হচ্ছে। আমরা চেষ্টা করব সেদিকেই নিয়ে যাওয়ার। রাজশাহীতে বিপিএল হলে অবশ্যই সেভাবেই হবে। আবাসনের উন্নয়নও অবশ্যই আমরা করব। আমরা চাচ্ছি ক্রিকেট শুধু ঢাকাকেন্দ্রিক না থেকে সারা দেশে ছড়িয়ে পড়–ক। রাজশাহী থেকে যেন আরও বেশি খেলোয়াড় উঠে আসে, সে জন্য প্রিমিয়ার লিগ চালুর পরিকল্পনা নিয়েছি। স্টেডিয়ামের সামনেই রাখা ছিল একটি ‘কমেন্ট বোর্ড’। সেখানে ক্রিকেটকে ঘিরে নিজেদের স্বপ্নের কথা লিখেছেন ক্রিকেটপ্রেমীরা। বুলবুল লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে আমরা বিশ্বসেরা হতে চাই। এটি কীভাবে সম্ভব, জানতে চাইলে বুলবুল বলেন, ‘আমি আমার স্বপ্নের কথা লিখেছি। বাস্তবায়ন করা খুব একটা কঠিন ব্যাপার না। আমাদের পরিকল্পনা আছে। আজ এখানে ১২ বছরের নিচে যারা খেলে, তাদের নিয়ে এসেছি। এরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে পরিচালনা করতে পারলে আমাদের টেস্ট ক্রিকেট বিশ্বসেরা হবে। নবীন ক্রিকেটারদের সহায়তা দিয়ে যাওয়ার আশ্বাসও দিলেন বুলবুল, যারা

ক্রিকেটার হতে চায়, ক্রিকেট বোর্ডের সহায়তা ছাড়া হয়তো তারা অনেক দূর যেতে পারবে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ভালো ক্রিকেটার হওয়ার জন্য যে ভালো ট্রেইনার দরকার, কোচ দরকার, যেটা আমরা করতে পারব, সেটা আমরা দেব। নবীনদের বলব, তারা যেন সৎ মানুষ হিসেবে ক্রিকেট খেলে। আমরা অনেক টুর্নামেন্ট করছি। তাদের খেলার সুযোগ আছে। তারা যদি সততার সঙ্গে খেলে, অবশ্যই পারবে। আর তাদের সহায়তার জন্য বিসিবি আছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]