ঢাকা , শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নিয়ামতপুরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের রাণীশংকৈলে জাকের পার্টি ছাত্রফ্রন্টের উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা পত্নীতলায় সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিএনপি’র মানববন্ধন রেলসেতুর নিচ থেকে নারীর লাশ উদ্ধার নিয়ামতপৃরে বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, শঙ্কায় কৃষক মান্দায় হঠাৎ বৃষ্টিতে আমনসহ সবজির ব্যপক ক্ষতি শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য, বিভাগীয় কমিশনার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা তানোরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনতে পুকুরে মাছ চুরির নাটক তানোরে কার্তিকের কান্নায় কৃষকের স্বপ্ন ভঙ্গ নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধ, চাচার হাতে দুই ভাই খুন গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্হা নেওয়ার দাবি আরইউজের প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার কিশোরের মৃত্যু রেললাইনে হাঁটু পানি, ২ ঘণ্টা বিলম্বে ছেড়েছে বনলতা এক্সপ্রেস মহানগর বিএনপি’র  সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন ও  সাংগঠনিক সম্পাদক মিলু চরের ত্রাস কাকনবাহীনি’র বিচার দাবিতে বাঘায় মানববন্ধন জমির ভাগ নিতে বাংলাদেশি এনআইডি বানালেন ভারতীয় নাগরিক সাগর-রুনি হত্যার বিচার ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি

শরীয়তপুরের জেলা প্রশাসক ভিডিও বার্তায় প্রেমিকাকে যা বললেন

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৯:৪০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৯:৪০:৪২ অপরাহ্ন
শরীয়তপুরের জেলা প্রশাসক ভিডিও বার্তায় প্রেমিকাকে যা বললেন শরীয়তপুরের জেলা প্রশাসক ভিডিও বার্তায় প্রেমিকাকে যা বললেন
‘লিজা, অনেক প্রত্যাশা ছিল আজকে তোমার সাথে আমার দেখা হবে। অনেক স্বপ্ন ছিল। আমি কথা কখনোই গুছিয়ে বলতে পারি না। কিন্তু অন্তর্যামী জানে, তোমাকে আমি ভালোবেসেছি।

সেটা ভন্ডামি ছিল? নাকি ছলনা ছিল? না কোনো লোভে গিয়েছি, না তোমার শরীরের লোভে গিয়েছি। আমি জানি না তোমার কত টাকা পয়সা আছে, না তোমার টাকা পয়সার লোভে গিয়েছি; না তোমার স্বামীর টাকা পয়সার লোভে গিয়েছে। একমাত্র আল্লাহই জানেন। যাই হোক কারো জানাই আমার কাছে মুখ্য ছিল না।
কিন্তু তোমার মতে, আমি স্বার্থবাজ, লোভী, চরম অসৎ, ভণ্ড ও প্রতারক একজন। তুমি সেরকম সার্টিফিকেট আমাকে দিয়েছ।’
শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন তার প্রেমিকার উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন।

তিনি ভিডিওতে বলেন, ‘এগুলোর প্রতিবাদ কী করা যায়? যেখানে বিশ্বাস নেই।

যেখানে তার প্রেমিক সম্পর্কে প্রেমিকার এই ধরনের ধারণা এই ধরনের মানসিকতা। সেখানে প্রতিবাদ করতে গেলে আরো বেশি হেনস্থার শিকার হব। আমি আরো বেশি অপমানিত হব। আমার তো আসলে কিছুই নেই। না আছে এখন টাকা, না আছে ক্ষমতা, না আছে সে তারণ্য।

কিছুই নেই। আর তোমার অফুরন্ত যৌবন, তোমার অনেক রূপ। অনেক টাকা পয়সা তোমার যেমন আছে তোমার মা-বাবারও আছে; তোমার স্বামীর আছে; তোমার আত্মীয়-স্বজনের আছে। তোমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক বন্ধু। যারা তোমার সকল সমস্যা দূর করতে চায়। যারা শারীরিক চাহিদাসহ সকল চাহিদা মেটানোর জন্য প্রস্তুত। চাইলে যেদিকে হাত বাড়াবে তুমি অগণিত পুরুষ পাবে। তুমি চাইলে নেশা করতে পারো, চাইলে সিগারেট খেতে পারো, চাইলে ড্রাগস নিতে পারো। যেগুলো আমরা খুবই অপছন্দের ছিল। আমার বারণ বা নিষেদ সত্ত্বেও তুমি সেগুলো করেছ সেখান থেকে বোঝা যায়। আমার ব্যাপারে কতটা ক্যায়েরিং তুমি? অ্যানিওয়ে এ সব কথা আর বলব না। তুমি যেহেতু আমাকে ছেড়ে দিয়েছ। নতুন পুরুষ পেয়েছ, আমি জানি না সে কতটা কোয়ালিফাইড। হ্যাঁ, পৃথিবীর অধিকাংশ পুরুষ আমার চেয়ে কোয়ালিফাইড। এটা মানি।’

ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন আরো বলেন, ‘তুমি কিসের টানে আমার কাছে থাকবে? ঠিকই আছে। তুমি আমাকে ছেড়ে দিয়েছ। খুব একটা ভুল করোনি। তুমি একটা কথা মনে রেখো, ওপরওয়ালা সাক্ষী, আমি তোমার সাথে কখনোই প্রতারণা করিনি কখনোই না। সময় চাওয়াটা যদি প্রতারণা হয়। তাহলে এর চাইতে বেশি দুঃখের আর কিছু থাকে না। আমি তোমার কখনোই কোনো ক্ষতি করব না। আমি বরং আমার নিজেকে তিলে তিলে শেষ করব। এখন থেকে সেটা শুরু হবে। আমিও দেখব কতটা অধঃপতন আমার হতে পারে। পৃথিবীর আর কেউ না জানলেও তুমি জেনে রেখো, আমি যা কিছু করছি সব তোমার জন্য। এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে খুব বেশি কিছু নেই। আমার প্রাথমিক সম্বল হচ্ছে আমার ঘুমের ওষুধ। বাংলাদেশের সব চাইতে পাওয়ারফুল ঘুমের ওষুধ। ছয়টা আছে এই মুহূর্তে। ছয় টা দিয়ে শুরু হবে। আমি আরো অর্ডার করছি চলে আসবে। যে দুর্বিষহ যন্ত্রণার তুমি আমাকে দিচ্ছ তোমার কথা এবং কাজ দ্বারা। সেটা আমি বুঝি এবং আল্লাহ জানেন। আমি তোমাকে কোনো ধরনের দোষ দিচ্ছি না। আমি মেনে নিয়েছি আমার মতো অযোগ্য, ভণ্ড, প্রতারক ও যোগ্যতাহীন একজন মানুষ কোন যোগ্যতায় তোমার কাছে থাকবে?’

ভিডিওতে তিনি বলেন, ‘তুমি যে লাথি মেরে বের করে দাওনি সেটাই অনেক কিছু। তুমি জেনে রেখো; আমি তোমাকে যতটা ভালোবেসেছি। আমি জানি না আর কোনো মানুষের পক্ষে আর কোনো পুরুষের পক্ষে এতটা গভীরে গিয়ে ভালোবাসা সম্ভব কি না। আমার বহিঃপ্রকাশ আমি ঘটাতে পারি না। সেটা বিভিন্ন বাস্তবতার কারণে। কিন্তু তোমার কাছে তার কোনো মূল্য নেই। তোমার কাছে সেটা নিছক ভণ্ডামি, নিছক প্রতারণা, নিছক ছলনা। আমার আজকে তোমার সাথে সময় দেওয়ার কথা ছিল আমি সেরকম প্রস্তুতি নিয়ে বের হয়েছিলাম। এখন খালি বাসা। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কখন ফিরবো আমি বলেছি দেরি হবে। বাসায় এখন কেউ নেই। অনেকটা সময় আমি পাচ্ছি। এ সময়ের মধ্যে আমার ধ্বংসের প্রক্রিয়া শুরু।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য, বিভাগীয় কমিশনার

শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য, বিভাগীয় কমিশনার