শরীয়তপুরের জেলা প্রশাসক ভিডিও বার্তায় প্রেমিকাকে যা বললেন

আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৯:৪০:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৯:৪০:৪২ অপরাহ্ন
‘লিজা, অনেক প্রত্যাশা ছিল আজকে তোমার সাথে আমার দেখা হবে। অনেক স্বপ্ন ছিল। আমি কথা কখনোই গুছিয়ে বলতে পারি না। কিন্তু অন্তর্যামী জানে, তোমাকে আমি ভালোবেসেছি।

সেটা ভন্ডামি ছিল? নাকি ছলনা ছিল? না কোনো লোভে গিয়েছি, না তোমার শরীরের লোভে গিয়েছি। আমি জানি না তোমার কত টাকা পয়সা আছে, না তোমার টাকা পয়সার লোভে গিয়েছি; না তোমার স্বামীর টাকা পয়সার লোভে গিয়েছে। একমাত্র আল্লাহই জানেন। যাই হোক কারো জানাই আমার কাছে মুখ্য ছিল না।
কিন্তু তোমার মতে, আমি স্বার্থবাজ, লোভী, চরম অসৎ, ভণ্ড ও প্রতারক একজন। তুমি সেরকম সার্টিফিকেট আমাকে দিয়েছ।’
শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন তার প্রেমিকার উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন।

তিনি ভিডিওতে বলেন, ‘এগুলোর প্রতিবাদ কী করা যায়? যেখানে বিশ্বাস নেই।

যেখানে তার প্রেমিক সম্পর্কে প্রেমিকার এই ধরনের ধারণা এই ধরনের মানসিকতা। সেখানে প্রতিবাদ করতে গেলে আরো বেশি হেনস্থার শিকার হব। আমি আরো বেশি অপমানিত হব। আমার তো আসলে কিছুই নেই। না আছে এখন টাকা, না আছে ক্ষমতা, না আছে সে তারণ্য।

কিছুই নেই। আর তোমার অফুরন্ত যৌবন, তোমার অনেক রূপ। অনেক টাকা পয়সা তোমার যেমন আছে তোমার মা-বাবারও আছে; তোমার স্বামীর আছে; তোমার আত্মীয়-স্বজনের আছে। তোমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক বন্ধু। যারা তোমার সকল সমস্যা দূর করতে চায়। যারা শারীরিক চাহিদাসহ সকল চাহিদা মেটানোর জন্য প্রস্তুত। চাইলে যেদিকে হাত বাড়াবে তুমি অগণিত পুরুষ পাবে। তুমি চাইলে নেশা করতে পারো, চাইলে সিগারেট খেতে পারো, চাইলে ড্রাগস নিতে পারো। যেগুলো আমরা খুবই অপছন্দের ছিল। আমার বারণ বা নিষেদ সত্ত্বেও তুমি সেগুলো করেছ সেখান থেকে বোঝা যায়। আমার ব্যাপারে কতটা ক্যায়েরিং তুমি? অ্যানিওয়ে এ সব কথা আর বলব না। তুমি যেহেতু আমাকে ছেড়ে দিয়েছ। নতুন পুরুষ পেয়েছ, আমি জানি না সে কতটা কোয়ালিফাইড। হ্যাঁ, পৃথিবীর অধিকাংশ পুরুষ আমার চেয়ে কোয়ালিফাইড। এটা মানি।’

ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন আরো বলেন, ‘তুমি কিসের টানে আমার কাছে থাকবে? ঠিকই আছে। তুমি আমাকে ছেড়ে দিয়েছ। খুব একটা ভুল করোনি। তুমি একটা কথা মনে রেখো, ওপরওয়ালা সাক্ষী, আমি তোমার সাথে কখনোই প্রতারণা করিনি কখনোই না। সময় চাওয়াটা যদি প্রতারণা হয়। তাহলে এর চাইতে বেশি দুঃখের আর কিছু থাকে না। আমি তোমার কখনোই কোনো ক্ষতি করব না। আমি বরং আমার নিজেকে তিলে তিলে শেষ করব। এখন থেকে সেটা শুরু হবে। আমিও দেখব কতটা অধঃপতন আমার হতে পারে। পৃথিবীর আর কেউ না জানলেও তুমি জেনে রেখো, আমি যা কিছু করছি সব তোমার জন্য। এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে খুব বেশি কিছু নেই। আমার প্রাথমিক সম্বল হচ্ছে আমার ঘুমের ওষুধ। বাংলাদেশের সব চাইতে পাওয়ারফুল ঘুমের ওষুধ। ছয়টা আছে এই মুহূর্তে। ছয় টা দিয়ে শুরু হবে। আমি আরো অর্ডার করছি চলে আসবে। যে দুর্বিষহ যন্ত্রণার তুমি আমাকে দিচ্ছ তোমার কথা এবং কাজ দ্বারা। সেটা আমি বুঝি এবং আল্লাহ জানেন। আমি তোমাকে কোনো ধরনের দোষ দিচ্ছি না। আমি মেনে নিয়েছি আমার মতো অযোগ্য, ভণ্ড, প্রতারক ও যোগ্যতাহীন একজন মানুষ কোন যোগ্যতায় তোমার কাছে থাকবে?’

ভিডিওতে তিনি বলেন, ‘তুমি যে লাথি মেরে বের করে দাওনি সেটাই অনেক কিছু। তুমি জেনে রেখো; আমি তোমাকে যতটা ভালোবেসেছি। আমি জানি না আর কোনো মানুষের পক্ষে আর কোনো পুরুষের পক্ষে এতটা গভীরে গিয়ে ভালোবাসা সম্ভব কি না। আমার বহিঃপ্রকাশ আমি ঘটাতে পারি না। সেটা বিভিন্ন বাস্তবতার কারণে। কিন্তু তোমার কাছে তার কোনো মূল্য নেই। তোমার কাছে সেটা নিছক ভণ্ডামি, নিছক প্রতারণা, নিছক ছলনা। আমার আজকে তোমার সাথে সময় দেওয়ার কথা ছিল আমি সেরকম প্রস্তুতি নিয়ে বের হয়েছিলাম। এখন খালি বাসা। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কখন ফিরবো আমি বলেছি দেরি হবে। বাসায় এখন কেউ নেই। অনেকটা সময় আমি পাচ্ছি। এ সময়ের মধ্যে আমার ধ্বংসের প্রক্রিয়া শুরু।’

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]