ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য সচিবের স্মরণসভা শেষে সাবেক এমপি মোজাম্মেল হকের ভাতিজার মৃত্যু তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির দোয়া মাহফিল সাবেক এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত নতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছে নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, তথ্য ও সম্প্রচার সচিব রাজশাহী নগরীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়েছে ছিনতাইকারীরা নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

গরুর চামড়ার কিছু দাম মিললেও ছাগলের চামড়া অমূল্য!

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০৮:৩২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০৮:৩২:০৯ অপরাহ্ন
গরুর চামড়ার কিছু দাম মিললেও ছাগলের চামড়া অমূল্য! গরুর চামড়ার কিছু দাম মিললেও ছাগলের চামড়া অমূল্য!
দিনাজপুরের ফুলবাড়ীতে কোরবানির পশুর চামড়ার বাজারে হতাশা বিরাজ করছে। গরুর চামড়া ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হলেও ছাগলের চামড়ার দাম মাত্র ১০ টাকা। আর ভেড়ার চামড়া নিতেই চায় না কেউ। বাধ্য হয়ে অনেকেই ছাগল ও ভেড়ার চামড়া রাস্তা বা নদীতে ফেলে দিচ্ছেন।

ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় পুঁজি সংকটে পড়েছেন তারা। এ ছাড়া চামড়া সংরক্ষণের জন্য ব্যবহৃত লবণের দাম বেড়ে যাওয়ায় প্রক্রিয়াকরণ খরচও বেড়েছে। সব মিলিয়ে বেশি দামে চামড়া কেনা সম্ভব হচ্ছে না।

সরেজমিনে ঈদের পরদিন থেকে মঙ্গলবার (১০ জুন) সকাল পর্যন্ত পৌর শহরের নিমতলা মোড় এলাকায় দেখা যায়, দূর-দূরান্ত থেকে অনেকে চামড়া বিক্রি করতে এসেছেন। কিন্তু আশানুরূপ দাম না পেয়ে অনেকেই ক্ষোভ ও হতাশা নিয়ে বাড়ি ফিরছেন।

সরকারি দামে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ঢাকায় ৬০–৬৫ টাকা ও ঢাকার বাইরে ৫৫–৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। ছাগলের চামড়া ২ হাজার –২২ টাকা, খাসির ২ হাজার ২–২৭ টাকা এবং ভেড়ার ১ হাজার ৮–২০ টাকা। কিন্তু বাস্তবে বাজারে তার ছিটেফোঁটাও মিলছে না।

বিক্রেতা মহিদুল ইসলাম বলেন, ‘গরুর চামড়া ৩৫০ টাকায় বিক্রি করেছি। ছাগলের চামড়ার দাম বলল মাত্র ১০ টাকা। বিক্রি না করে ছোট যমুনা নদীতে ফেলে দিয়েছি।’
আরেকজন বিক্রেতা মুজাহিদুল ইসলাম জানান, ‘চামড়ার কোনো দাম নেই। মাদ্রাসায় দিতে চাইলেও তারা নিতে চায়নি। তাই ইউটিউব দেখে নিজেই কিছু বানানোর চেষ্টা করব।’

স্থানীয় মৌসুমী ব্যবসায়ী শাহনেওয়াজ হাশমি ও কোরবান আলী জানান, ‘মহাজনদের কাছে বাকিতে চামড়া দিয়ে সময়মতো টাকা না পাওয়ায় গত কয়েক বছর ধরে তারা ক্ষতির মুখে। ফলে অনেকে পুঁজি হারিয়ে ব্যবসা ছেড়েছেন।’

ব্যবসায়ী আলী আকবর হাশমি বলেন, ‘ঢাকার ট্যানারিগুলো সরকার নির্ধারিত দামে চামড়া না কেনায় আমরাও সেই দামে কিনতে পারছি না। গরুর চামড়া কিনেছি ৩০০-৭০০ টাকায়, ছাগলের ১০ টাকা। বকরি ও ভেড়ার চামড়া কেউ নেয়নি। এর উপর লবণের দাম বেড়ে প্রক্রিয়াকরণ ব্যয়ও বেড়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, ‘কেন বিক্রেতারা ন্যায্য মূল্য পাচ্ছেন না তা সরেজমিনে খতিয়ে দেখা হবে।’ ##

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ

নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ