২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:১৫:৫০ পূর্বাহ্ন


সুষ্ঠভাবে দূগার্পূজা উদযাপনে সকলের সহযোগিতা প্রয়োজন
আল আমিন মন্ডল (বগুড়া):
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২২
সুষ্ঠভাবে দূগার্পূজা উদযাপনে সকলের সহযোগিতা প্রয়োজন সুষ্ঠভাবে দূগার্পূজা উদযাপনে সকলের সহযোগিতা প্রয়োজন


বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তীর্ (বিপিএম—সেবা) বলেছেন, দেশে হিন্দু সম্প্রদায়ের যে কোন ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে পুলিশ প্রশাসন সবসময় আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন। সারাদেশে দূগার্পূজা উদযাপিত হচ্ছে। সুষ্ঠভাবে দূগার্পূজা উদযাপন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্ত্বরে সামাজিক— সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন এর সভাপতিত্বে সামাজিক—সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু ধন্য পোপাল সিংহ। আরোও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাওঃ আলমগীর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ—সভাপতি রনজিৎ কুমার চৌধুরী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, ইউনুছ আলী ফকির, ফারুক আহম্মেদ, আব্দুল মজিদ মন্ডল, মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, অধ্যক্ষ জহুরুল ইসলাম ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোস্তম আলী, প্রধান শিক্ষক এমদাদুল হক, আব্দুর সবুর পিন্টু, আনোয়ারুল হক টিটু, মোস্তাফিজার রহমান মজনু, পূজা উৎযাপন কমিটির নেতা চন্দ্র শীখর রায়, বিমল চন্দ্র রায়, অশোক কুমার সাহা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আকতার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, থানা পুলিশ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, ইউপি সদস্য বৃন্দ, শিক্ষকগণ, ঈমাম, ছাত্র—ছাত্রী ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর গুনীজন। শেষে প্রধান অতিথি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ৭শ পিচ শাড়ী কাপড় এবং দূর্গাপুজা মন্ডপ গুলোতে সরকারী ভাবে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরন করেন।