২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:১৬:১৫ পূর্বাহ্ন


গাবতলীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের তদন্ত শুরু
বগুড়া সংবাদদাতাঃ
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২২
গাবতলীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের তদন্ত শুরু গাবতলীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের তদন্ত শুরু


বগুড়ার গাবতলীতে নশিপুর ইউনিয়নের বড় ইটালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের বিরুদ্ধে আনীত অনিয়ম ও অর্থ আত্মসাতের তদন্ত শুরু হয়েছে। 

জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের  অভিযোগ এনে গত ১৮সেপ্টেম্বরে উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে ১টি লিখিত অভিযোগ দাখিল করেন কমিটির সভাপতি নূর মোহাম্মাদ।

এরই প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার নাহিদা আকতার উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইদ্রিস আলী প্রাং কে প্রধান করে সুভেন্দ্র সরকার ও আকতার বানুকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ৭কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এই কমিটি গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে গোপনে ও প্রকাশ্যে বাদী-বিবাদী, সাক্ষী’সহ স্থানীয়দের কাছ থেকে সাক্ষ্যগ্রহণ করেন।

এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইদ্রিস আলী বলেন, বাদী ও বিবাদী’সহ বিভিন্নজনের কাছ থেকে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ৭কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।