২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:৫৬:৫৩ পূর্বাহ্ন


আদমদীঘিতে দুর্গাপুজা উদযাপনের লক্ষ্যে প্রস্ততি সভা
এরশাদ আলী, বগুড়া প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২০-০৯-২০২২
আদমদীঘিতে দুর্গাপুজা উদযাপনের লক্ষ্যে প্রস্ততি সভা আদমদীঘিতে দুর্গাপুজা উদযাপনের লক্ষ্যে প্রস্ততি সভা


বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজা শান্তিপুর্ন ও সুষ্ট ভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন. উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, অফিসার ইনচার্জ রেজাউল করিম, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, আনসার ভিডিপি অফিসার নিরুপমা সরকার, ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির সরকার, পুজা উদযাপন পরিষদ নেতা দিব্যেন্দু কুন্ডু, রেবতী সাহা, চন্দন কুন্ডু, উজ্জল সরকার প্রমূখ। সভায় শারদীয় দুর্গাপুর্জা শান্তিপুর্ন ও সুষ্ঠ ভাবে উদযাপন করার জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়। প্রস্ততিমুলক সভায় আইনশৃংখলা বাহিনীর সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মন্দিরের সভাপতি ও সম্পাদক, বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবর্গ উপস্থিত ছিলেন।