সিরাজগঞ্জে ১ গ্রাম হেরোইন ও ৩৭ পিচ ইয়াবাসহ মোঃ স্বপন তালুকদার (৩৮)নামে এক শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শনিবার (১৩ আগস্ট) রাত ১১টায় সিরাজগঞ্জ সদর থানাধীন উত্তর কান্দাপাড়া (তালুকদার পাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন উত্তর কান্দাপাড়া(তালুকদার পাড়া) গ্রামের মৃত আব্দুর রশিদ তালুকদারের ছেলে মোঃ স্বপন তালুকদার।
রোববার (১৪ আগস্ট) সকালে র্যাব-১২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে জানা যায় সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন উত্তর কান্দাপাড়া (তালুকদার পাড়া) মাদক কারবারী স্বপন তালকদার তার দুইতলা বিশিষ্ট বিল্ডিং বসত বাড়ীর সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টায় অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন ও ৩৭ পিচ ইয়াবা, ১টি মোবাইল ও নগদ ৩০,৩০০/-(ত্রিশ হাজার তিনশত) টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, এই মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।