০৮ মে ২০২৪, বুধবার, ০৫:৩৩:৫৯ অপরাহ্ন


দোনেতস্কে ইউক্রেনের গোলাবর্ষণ, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
দোনেতস্কে ইউক্রেনের গোলাবর্ষণ, নিহত ৫ ফাইল ফটো


দোনেতস্কে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ছয়জন। রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলকৃত ইউক্রেনীয় শহর দোনেতস্কে এই হামলার ঘটনা ঘটেছে বলে ওই অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিএনএনের। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শহরটির কেন্দ্রে একটি রাস্তায় লাশ পড়ে আছে, এরমধ্যে কিছু লাশ ছিন্নভিন্ন হয়ে গেছে। 

স্বঘোষিত দোনেতস্ক পিপলস রিপাবলিক এক বিবৃতিতে জানায়, শহরটির ভোরোশিলোভস্কি জেলায় পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৬৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।