২০ মে ২০২৪, সোমবার, ০১:৪১:৫৩ পূর্বাহ্ন


বাঘায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৪
বাঘায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার বাঘায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার


রাজশাহীর বাঘা হতে ২০৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ আমিনুল ইসলাম (৪৪) নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (৭ মে) রাত সাড়ে ১০টায় বাঘা থানাধীন আলাইপুর হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ আমিনুল ইসলাম রাজশাহী জেলার বাঘা থানাধীন চক নারায়ণপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

বুধবার (৮ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী জেলার বাঘা থানাধীন হরিরামপুর গ্রামের সরকারী রাস্তায় নির্মিত নাদেরা সাকোর (ব্রীজ) কাছে একজন অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী মোঃ আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা বস্তা তল্লাশী করে ২০৪ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।