সিরাজগঞ্জে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও নারী মাদক কারবারীসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা পোনে ৭টায় সলঙ্গা থানাধীন ভূইয়াগাতী বাসষ্ট্যান্ড মোড়স্থ অগ্রণী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন পূর্বফুলমতি গ্রামের মৃত আঃ সামাদের ছেলে মোঃ আজগার আলী(৩৫), সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন তাড়াশ উত্তর ওয়াবদা বাঁধ গ্রামের মোঃ মোফাজ্জলের ছেলে মোঃ আঃ মজিদ(৩৯), কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানাধীন মদাজল ফাঁড়া, (কাগজিপাড়া) গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ এনামুল হক(২৩) ও একই থানাধীন নতুন রেলওয়ে ষ্টেশন বাংড়িপাড়া গ্রামের মৃত আবুল কাশেমর মেয়ে মোছাঃ কলি আক্তার(২২)।
অভিযান পরিচালনা করেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।
র্যাব জানায়, এই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক কানবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর সময়/এম