২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:০০:৩২ অপরাহ্ন


সাপাহারে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর মাঠ দিবস অনুষ্ঠিত
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২২
সাপাহারে ইস্পাহানি  এগ্রো লিমিটেড-এর মাঠ দিবস অনুষ্ঠিত সাপাহারে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর মাঠ দিবস অনুষ্ঠিত


নওগাঁর সাপাহারে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর জলবায়ু পরিবর্তন সহিষ্ণু জাত সমূহের টেকনোলজি ডেমোনস্ট্রেশনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতা,কৃষি প্রযুক্তি ও চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সমাধানে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর আয়োজনে এ উপলক্ষে মঙ্গলবার বিকালে  উপজেলার লক্ষ্মীপুর মিশন হলরুমে সজীব ট্রেডার্স এর তত্ত্বাবধানে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর আয়োজনে অত্র এলাকার  কৃষকদের মাঝে  মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর মিশনের সভাপতি ডেভিড ডি বিশ্বাস।

এসময় ইস্পাহানি এগ্রো লিমিটেড এর বিভিন্ন কৃষি পণ্যের কার্যকারিতা গুণগত মান সহ এ সংক্রান্ত সার্বিক দিক তুলে ধরে  বগুড়ার শেরপুর অঞ্চলের এক্সিকিউটিভ (মার্কেট ডেভলপমেন্ট)  কৃষিবিদ নিয়াজ মুর্শিদ বক্তব্য রাখেন।  

প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপাহার ইউপি মহিলা আসনের সংরক্ষিত সদস্য মরিয়ম বেগম,

অন্যান্যের মধ্যে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রহিম,  জীব ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী শ্যামল সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলার শতাধিক কৃষক মাস দিবসে অংশগ্রহণ করেন।

রাজশাহীর সময়/এম