০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০৩:০৩:৫২ অপরাহ্ন


তাড়াশে হেরোইনসহ পুরুষ ও নারী মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২২
তাড়াশে হেরোইনসহ পুরুষ ও নারী মাদক কারবারি গ্রেফতার তাড়াশে হেরোইনসহ পুরুষ ও নারী মাদক কারবারি গ্রেফতার


 র‌্যাব-১২'র পৃথক অভিযানে সিরাজগঞ্জের তাড়াশে ও সদরে ১৩ গ্রাম হেরোইনসহ ১ জন মহিলা এবং ১ জন পুরুষ মাদক কারবারি আটক।          

এর ধারাবাহিকতায় ১৬ জুলাই বিকাল সোয়া ৩টায় সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ক্ষিরপোতা মৌজাস্থ যৌতুক মোড় পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ কাবিল উদ্দিন(২৫) পিতা-মোঃ আঃ হামিদ, সাং-বড়মাছ দক্ষিণা, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

১৬ জুলাই বিকেল সাড়ে টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ পৌরসভাধীন রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইনসহ ১ জন মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীঃ মোছাঃ রাজিয়া খাতুন(২৩), পিতা-মোঃ বাবু তালুকদার, সাং-কালেকান্দাপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জ।

 গ্রেফতার নারী মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।