চলতি মাসের শুরুর দিকে অবসরের সিদ্ধান্তের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ভারতীয় টেনিস সুপারস্টার সানিয়া মির্জা। বলেছেন, এই সিজনই তার ক্যারিয়ারের শেষ, এরপর টেনিস কোর্টকে বিদায় বলবেন তিনি। তবে কী কারণে এমন সিদ্ধান্ত সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন ৩৫ বছর বয়সী এই তারকা।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সানিয়া মির্জা বলেছেন, ‘আমার মনে হয় এই সিদ্ধান্ত সবার কাছে কিছুটা ধাক্কার মতো লেগেছে। পরে আমি বলেছিলাম যে, সত্যই এত দ্রুত আমার এটি ঘোষণা করা উচিত হয়নি। বছরের শেষে এটি ঘোষণা করা উচিত ছিল, কারণ সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছে। আমি অনেক বার্তা পেয়েছি। আমার জন্য টেনিস সবসময়ই জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে থাকবে। আমি যে স্মৃতি এবং অভিজ্ঞতা অর্জন করেছি তার জন্য কৃতজ্ঞ।’
নারী ডাবলসে বিশ্বের সাবেক এই নাম্বার ওয়ান তারকা বলেন, ‘এটা অনেকদিন ধরেই আমার মাথায় ছিল এবং বিষয়টি নিয়ে ভেবেছি। অস্ট্রেলিয়া সবসময় আমার জন্য বিশেষ কিছু হয়ে থাকবে। এটা একটা কাকতালীয় যে সেখানে অবসরের ব্যাপারটা ঘটেছে। এটা পরিকল্পনায় ছিল না।’
অবসরের সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি আমার শরীর ফিট হতে বেশি সময় নেয়। আমার তিনটি বড় অস্ত্রোপচার হয়েছে, দুটি হাঁটু এবং একটি কব্জিতে। ফলে শরীর আমি যেভাবে সাড়া দিতে চাই সেভাবে সাড়া দিচ্ছে না। হয়তো আমি আমার শরীর থেকে খুব বেশি আশা করছি। আমার একটি বাচ্চা হয়েছে এবং শরীর অনেক কিছুর মধ্য দিয়ে গেছে।
হয়তো এটা মানসিক ফ্রেম সম্পর্কিতও। যখন আপনার একটি সন্তান থাকে এবং আপনি জীবনে বিভিন্ন জিনিস করতে চান, তখন কিছু অগ্রাধিকার আছে যা পরিবর্তন এনে দেয়। আমি যথেষ্ট ভাগ্যবান যে আমার স্বপ্নকে অনুসরণ করার পরে আমি তাকেও (সন্তান) পেয়েছি। সে আমার কিছু ম্যাচ দেখেছে এবং জয়-পরাজয় বুঝতে পেরেছে।’
সানিয়া মির্জা আরও বলেন, ‘আমি আসলে আশা করছিলাম কিছু অল্পবয়সী মা এবং তরুণীদের তাদের স্বপ্ন পূরণের জন্য অনুপ্রেরণা দিতে। এমনকি সন্তান হওয়ার পরও। মহামারিও এই সিদ্ধান্ত নিতে আমাকে ভাবিয়েছে।’
রাজশাহীর সময় /এএইচ