২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০১:২০:২৩ পূর্বাহ্ন


সিংড়ায় বিক্ষোভ সমাবেশে সরকারের পক্ষে ভারতকে নিন্দার দাবি
সৌরভ সোহরাব, সিংড়া,নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ১০-০৬-২০২২
সিংড়ায় বিক্ষোভ সমাবেশে সরকারের পক্ষে ভারতকে নিন্দার দাবি সিংড়ায় বিক্ষোভ সমাবেশে সরকারের পক্ষে ভারতকে নিন্দার দাবি


মহানবী হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজিপির দুই নেতা কর্তৃক  কুটুক্তি ও মা আয়েশা (রাঃ)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে আলেম উলামা ও তৌহিদী জনতা। সমাবেশে বক্তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের পক্ষে   ভারত সরকারকে নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবি জানান।

১০ জুন,শুক্রবার বাদ জুম্মা সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কয়েক হাজার তৌহিদি জনতা অংশ নেন। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন মোড়ে প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য দেন, সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর, সিংড়া জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল্লাহ আল মাদানী, দমদমা জামেয়াতুল কুরআনিয়া মাদ্রাসার মুহতামিম হোসাইন আল মাদানী, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

বক্তব্য শেষে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।