২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:১৫:১৫ পূর্বাহ্ন


প্রশিক্ষণের পিকআপ ভ্যানচাপায় শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২২
প্রশিক্ষণের পিকআপ ভ্যানচাপায় শিশুর মৃত্যু ফাইল ফটো


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রশিক্ষণের পিকআপ ভ্যানচাপায় জিসান হোসেন (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

জিসান আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামের পূর্ব পাড়ার আলী হকের ছেলে এবং বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বিনোদপুর স্কুলের মাঠে খেলা করছিল শিশু জিসান। এসময় ওই মাঠে পিকআপ ভ্যানের ড্রাইভিং প্রশক্ষিণ চলছিল। ওই প্রশিক্ষণের পিকআপ ভ্যান শিশু জিসানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় জিসান।

ঘটনার পর পিকআপ ভ্যানের প্রশিক্ষণার্থী চালককে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা পিকআপ ভ্যানটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রশিক্ষণার্থী তিতাসকে (১৮) আটক করে। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করে জামজামি পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। আটক তিতাস (১৮) আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের বানাত আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রশিক্ষণার্থী তিতাসকে আটক করেছে। পিকআপ ভ্যানটি জব্দ করে ক্যাম্পে নেওয়া হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

রাজশাহীর সময় /এএইচ