২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৫:৪৩:২৩ পূর্বাহ্ন


যে কোনো সময় ইউক্রেনে রাশিয়ার হামলা
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২২
যে কোনো সময় ইউক্রেনে রাশিয়ার হামলা যে কোনো সময় ইউক্রেনে রাশিয়ার হামলা


আগামী মাসে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। এ রকম সুস্পষ্ট আশঙ্কা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়াও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তাদের মূল দাবিগুলো মানতে যুক্তরাষ্ট্র অস্বীকার করায় সংকট সমাধানের তেমন কোনো আশা দেখা যাচ্ছে না।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন সীমান্তে ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। এতে প্রতিবেশী দেশটিতে মস্কোর হামলার শঙ্কাই উসকে দিয়েছে। তবে হামলার পরিকল্পনা কথা উড়িয়ে দিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জো বাইডেন। তখন তিনি বলেন, ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া—এমন সুস্পষ্ট আশঙ্কা রয়েছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্নের বরাতে বিসিসি এ খবর দিয়েছে। এমিলি বলেন, বাইডেন প্রকাশ্যেই এই মন্তব্য করেছেন। বেশ কয়েক মাস ধরেই আমরা হুঁশিয়ারি দিয়ে আসছিলাম।

ভ্লোডিমির জেলনস্কির সঙ্গে আলাপে বাইডেন বলেন, রাশিয়া যদি আবারও ইউক্রেনে আগ্রাসন চালায়, তবে মিত্র ও কে অংশীদারদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে জবাব দেবে।

রাজশাহীর সময় / এফ কে