রাজশাহী মহানগরীতে ২২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৮ মে) রাতে এয়ারপোর্ট থানার বায়া বাজার হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো: শাকিল (২২) ও মো: একলাস আলী (২৪)। শাকিল রাজশাহী জেলার মোহনপুর থানার ধুরইল হাটাপাড়ার মৃত ময়েজ উদ্দীনের ছেলে ও একলাস আলী রাজশাহী মহানগরীর মতিহার থানার কিসমত কুখন্ডি বুধপাড়ার মো: গোলাম মোস্তফার ছেলে।
বৃহস্পতিবার (৯ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় এয়ারপোর্ট থানার বায়া বাজারে দুইজন ট্যাপেন্টাডল বিক্রির জন্য অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো: শারিফুর রায়হান ও তাঁর সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে মো: শাকিল ও মো: একলাস আলীকে করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ২২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।