২০ মে ২০২৪, সোমবার, ০৫:৩৯:৩০ পূর্বাহ্ন


পবায় একাধীক মামলার সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামী সালমা গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৪
পবায় একাধীক মামলার সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামী সালমা গ্রেফতার মোসাঃ জান্নাতুন সালমা


রাজশাহী নগরীর পবায় একাধীক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোসাঃ জান্নাতুন সালমা (৪০) নামের এক নারীকে  গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোর সোয়া ৫টায় রাজধানীর পল্টন ফকিরাপুল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার পলাতক আসামী মোসাঃ জান্নাতুন সালমা, সে পবা থানার নওহাটা বাজার এলাকার মৃত মোস্তাকিন সরকারের মেয়ে।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। 

তিনি জানান, বিজ্ঞ আদালত কতৃক তিনটি মামলায় ৬মাস করে করে মোট ১৮ মাস সাজা এবং ১টি সিআর ৫৬২/২২, সিআর—২১/২৪ (রাজঃ) ওয়ারেন্টের পলাতক আসামী জান্নাতুন সালমা। গ্রেফতার এড়াতে সে দীর্ঘ দিন যাবত বিভিন্ন স্থানে পালিয়ে আত্মগোপন করে ছিলো। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে রাজধানীর পল্টন ফকিরাপুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ সোরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই তাজ উদ্দীন ও সঙ্গীয় ফোর্স। এদিন বেলা ১১টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।