০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:২৩:১৪ অপরাহ্ন


পাঁচবিবিতে পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২২
পাঁচবিবিতে পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার পাঁচবিবিতে পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে হাসানুল ইসলাম হাসু (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার সকালে হাসুর মরদেহটি একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহত যুবক-হাসানুল ইসলাম হাসু পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের শফিকুল ইসলাম ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব নিহত হাসানুল ইসলাম হাসুর পরিবারের বরাৎ দিয়ে বলেন গতকাল শনিবার সকালে সে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেননি।

ওসি আরো বলেন, কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

রাজশাহীর সময়/এ