০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:২৫:৫০ অপরাহ্ন


জয়পুুরহাটের আক্কেলপুরে ধর্ষণের অভিযোগে এক প্রাইভেট শিক্ষক আটক
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ৩০-০৫-২০২২
জয়পুুরহাটের আক্কেলপুরে ধর্ষণের অভিযোগে এক প্রাইভেট শিক্ষক আটক জয়পুুরহাটের আক্কেলপুরে ধর্ষণের অভিযোগে এক প্রাইভেট শিক্ষক আটক


জয়পুরহাটের আক্কেলপুরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল বারিক (৪৮) নামে এক আরবি প্রাইভেট শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটককৃত, আব্দুল বারিক আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম আকন্দপাড়া গ্রামের বাসিন্দা মৃত কাশেম আকন্দের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত পাঁচ মাস পূর্বে উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম ফকিরপাড়া গ্রামের দশম শ্রেণীতে অধ্যয়রত এক ছাত্রীকে আরবি শিক্ষা বিষয়ে প্রাইভেট পড়াতেন আব্দুল বারিক মুন্সি। গত ২৬ মে আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে ওই ছাত্রীকে মোবাইল ফোনে ডেকে একটি বাঁশ ঝারে কৌশলে নিয়ে গিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা রবিবারে রাতে থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষক আব্দুল বারিকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাইদুর রহমান জানান,ভুক্তভোগী ছাত্রীর মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং আটককৃত শিক্ষক আব্দুল বারিককে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।