০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:২৫:৫৯ অপরাহ্ন


আক্কেলপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২২
আক্কেলপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আক্কেলপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের ক্যাডারদের গুলি বর্ষণ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে কটূক্তি ও পরোক্ষভাবে মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগ এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশি হামলা-মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের আক্কেলপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ও কলেজ ছাত্রদল।

রবিবার (২৯ মে) বিকেলে আক্কেলপুর স্টেশন রোডের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে অবস্থিত শহীদ ছমিরউদ্দিন মণ্ডল স্মৃতি পার্কে গিয়ে শেষ হয়।

সেখানে আক্কেলপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ বোস্তামী সাহিদকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর নেওয়াজ এর সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, আক্কেলপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা।

এসময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আক্কেলপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন,জেলা ছাত্রদলের সাবেব সাধারণ সম্পাদক রিয়াদ মো.জিয়াউদ্দিন চৌধুরী সেকেন্দার,সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, রফিকুল ইসলাম চপল,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম ইকো,পৌর বিএনপি নেতা ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম পল্টু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক  মামুনুর রশিদ মামুন,যুবনেতা মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা

অনুষ্ঠিত কর্মসূচি থেকে ছাত্রদল সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান ছাত্রদল নেতারা।