০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৫৮:৩২ অপরাহ্ন


সলঙ্গা এবং রায়গঞ্জে হেরোইন ও গাঁজাসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২২
সলঙ্গা এবং রায়গঞ্জে হেরোইন ও গাঁজাসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গা এবং রায়গঞ্জে হেরোইন ও গাঁজাসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক


সিরাজগঞ্জের সলঙ্গা এবং রায়গঞ্জে হেরোইন ও গাঁজাসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১২। 

শনিবার (২১ মে) সন্ধ্যা  সোয়া ৬টায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ডাঙ্গারপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে  ২.৯৫০ কেজি গাঁজা ও  ১০০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

আটককৃত মাদক কারবারি হলো: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার শ্রীদাসগাঁতী গ্রামের মৃত আবুল কাশেম আলীর ছেলে মোঃ হাশেম আলী(৩১) ও  গোদাগাড়ী থানার বুজরুকপাড়া থানার মোঃ জামাল হোসেনের ছেলে মোঃ রমজান আলী(২৭) ও মোঃ ইউনুস আলীর ছেলে মোঃ বাণী ইসরাইল(৩২)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব-১২।