০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৪৫:৩৫ অপরাহ্ন


আক্কেলপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২২
আক্কেলপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত আক্কেলপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


জয়পুরহাটের আক্কেলপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আক্কেলপুর উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দলীয় অস্থায়ী দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

র‌্যালী শেষে অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান কবির এপ্লব এর সঞ্চলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় দলকে আরো শক্তিশালী করার লক্ষে বিভিন্ন দিক তুলেধরে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ,পৌর মেয়র মো.শহীদুল আলম চৌধুরী,জয়পুরহাট জেলা মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা সুলতানা মলি,উপজেলা আওয়ামীলীগের সাবেব সিনিয়র সহ-সভাপতি,৩ নং ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বাবলু,উপজেলা আওয়ামীলীগ নেতা ও আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি (সাংবাদিক) মো.মীর আতিকুজ্জামান মুন,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

পরে দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহীর সময়/এ