সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ গ্রাম হেরোইনসহ জাহিদ হাসান নয়ন(৪০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২ ।
মঙ্গলবার (১৭মে) সকাল পৌনে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন উল্লাপাড়ায় চর কাওয়াক গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এসময় তাহার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ১,৩০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার জাহিদ হাসান নয়ন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার চরকাওয়াক গ্রামের মৃত আব্দুল করিম খানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক কারবারী জাহিদ হাসান নয়ন দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাহাকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।