২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১১:১০:৩৫ পূর্বাহ্ন


রোহিঙ্গা শিবির থেকে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২২
রোহিঙ্গা শিবির থেকে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক রোহিঙ্গা শিবির থেকে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির থেকে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। মূলত তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানান এপিবিএনের সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে জামাল হোসেন (৪০), মোহাম্মদ আলীর ছেলে ওমর (২৯), আব্দুল রশীদের ছেলে ফয়েজ আহমেদ (৩৫), আব্দুল হাশিমের ছেলে কামাল নাছের (৩৪) ও আব্দুল আমিনের ছেলে কামাল।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এমন খবরে অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর সময় /এএইচ