০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০৩:০১:৩০ অপরাহ্ন


সিরাজগঞ্জে অটোভ্যান খাদে পড়ে কলেজছাত্র নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি;
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২২
সিরাজগঞ্জে অটোভ্যান খাদে পড়ে কলেজছাত্র নিহত সিরাজগঞ্জে অটোভ্যান খাদে পড়ে কলেজছাত্র নিহত


সিরাজগঞ্জের মহিষামুড়ায় বাজারের অটোভ্যান খাদে পড়ে নাইম সরকার নামের কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) সকালে এ ঘটনা ঘটে।

নিহত নাইম সরকার মহিষামুড়া এলাকার আনোয়ার সরকারের ছেলে এবং সোনামুখি সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জ সদর থানার উপপুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম জানান, শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া বাজার থেকে ছোট ভাই শাহাদতকে নিয়ে অটোভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন নাঈম। ভ্যানটি মহিষামুড়া দক্ষিণ পাড়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়। এ সময় নাঈম মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই মারা যান। একই সময় শাহাদত গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর সময় / এম আর