২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:০৯:৩২ পূর্বাহ্ন


সিরাজগঞ্জে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ০৪-০৫-২০২২
সিরাজগঞ্জে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিরাজগঞ্জে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার


সিরাজগঞ্জের তাড়াশে ১৯০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ মোঃ নাসির ইসলাম(২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।               

বুধবার (৪ মে) রাত পোনে ২টায় তাড়াশ থানাধীন তালম ইউনিয়নের বরইচরা ভেংরী গ্রামস্থ রানীরহাট চারমাথা শাপলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামানে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি প্রাইভেট কার, ১টি মোবাইল ফোন এবং নগদ ৩,৪৩০/-(তিন হাজার চারশত ত্রিশ) টাকা জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারী নীলফামারী জেলার ডিমনা থানাধীন কলেজ পাড়া বাবুরহাট গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মোঃ নাসির ইসলাম।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।

র‌্যাব জানায়, এই মাদক কারবারী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৪(গ) ও ৩৬(১) সারণীর ১৯(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর সময়/এএইচ