০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৪৫:৩১ অপরাহ্ন


জয়পুরহাটে পুলিশের বিশেষ অভিযানে আটক ২০
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২২
জয়পুরহাটে পুলিশের বিশেষ অভিযানে আটক ২০ জয়পুরহাটে পুলিশের বিশেষ অভিযানে আটক ২০


জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায় ও সেবনকারীসহ ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলায় পলাতক ২০ জন আসামীকে করেছে থানা পুলিশ।

শনিবার (২৩ শে এপ্রিল) ভোররাতে সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানচালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা জয়পুরহাট ও সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।  

এবিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম আলমগীর জানান,শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলায় থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালায়।

উক্ত অভিযানে নামধারী মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীসহ ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার দুপুরে আটককৃত ২০ জনকেই বিজ্ঞ আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।