০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৩৪:১৮ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জে সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের কৃষক প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২২
চাঁপাইনবাবগঞ্জে সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের কৃষক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের কৃষক প্রশিক্ষণ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে  কৃষক প্রশিক্ষণ ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে হোগলা উচ্চ বিদ্যালয়ে বিএসআরআই, ঈশ্বরদীর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা. কোহিনূর বেগমের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(গবেষণা) কমলা রঞ্জন দাস।

বিশেষ অতিথি চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন বিএসআরআই রাজশাহী উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রহিমুল ইসলাম,বিএসআরআই রাজশাহী উপকেন্দ্রের জুনিয়র অফিসার জুলফিকার ই আলম, গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভির আহমেদ সরকার, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান প্রমূখ।

প্রশিক্ষণে কৃষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মৌচাষি মনিরুল ইসলাম ও তরুণ উদ্দ্যোক্তা ফেরদৌস-উল-আলম সহ অন্যরা।

প্রশিক্ষণে উন্নত মানের সুগারক্রপের বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা  ও দেশীয় চাষকৃত মধুর বাজারজাত এবং সুষ্ঠু  ব্যবস্থাপনাসহ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি নিয়ে  আলোচনা করা হয়।

রাজশাহীর সময় / এম আর