২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ০৬:১৯:৪৪ পূর্বাহ্ন


মঞ্চে ডুয়া লিপার গান ও শরীরী হিল্লোল! শাহরুখের আগমনে হতবাক সুহানা
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২৪
মঞ্চে ডুয়া লিপার গান ও শরীরী হিল্লোল! শাহরুখের আগমনে হতবাক সুহানা ডুয়া লিপাকে দেখলেন, শুনলেন ভারতবাসী। আর অবাক হলেন সুহানা খান


ডুয়া লিপাকে দেখলেন, শুনলেন ভারতবাসী। আর অবাক হলেন সুহানা খান। ‘লেভিটেটিং’, ‘নিউ রুল’, ‘ডোন্ট স্টার্ট’— তাঁর গানের অনুরাগী আবিশ্ব। মঞ্চে তাঁর সুর ও শরীরী হিল্লোলে মত্ত হন অনুরাগীরা। ডুয়ার অনুষ্ঠান যেন মেঘ জমে থাকা মুম্বইয়ে হঠাৎ উজ্জ্বল তারায় ভরা আকাশের নেমে আসা।

দীর্ঘাঙ্গী পপ তারকার পরনে সিকুইনড্‌ সাদা বডিসুট। পায়ে লম্বা সাদা বুট। খোলা কালো চুল। মঞ্চের সামনে উন্মত্ত জনসমুদ্র সুরের হিল্লোলে পা মেলাচ্ছে। ডুয়া লিপা তখন গাইছেন ‘লেভিটেটিং’। কিন্তু তার মাঝে হঠাৎই বেজে উঠল শাহরুখ খানের ছবি ‘বাদশাহ’-এর গান ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’। করতালির ঝড় বয়ে গেল দর্শকদের মধ্যে। এই ভিডিয়ো এই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল।

ভিডিয়ো দেখে স্তম্ভিত শাহরুখ-কন্যা সুহানা খানও। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন সুহানাও। সঙ্গে দিলেন অবাক হওয়ার ইমোজি।

‘লেভিটেটিং’-এর সঙ্গে ‘উয়ো লড়কি যো সবসে অলগ হ্যায়’ মিলিয়েছিলেন এক নেটপ্রভাবী। ইনস্টাগ্রামে বহু রিলের সঙ্গী হিসাবে এই গান জুড়ে দেন নেটাগরিকেরা। কিন্তু কেউই আশা করেননি আমেরিকার পপ তারকা মঞ্চে উঠেও নিজের গানের সঙ্গে মিলিয়ে দেবেন বলিউডের ছবির গান। ডুয়া লিপার সঙ্গে শাহরুখকে মিলে যেতে দেখে রীতিমতো মুগ্ধ নেটপাড়া। সবার সমাজমাধ্যমেই ভেসে উঠছে এই ‘ক্রসওভার’ মুহূর্তের ভিডিয়ো।

এক সাক্ষাৎকারে ডুয়া নিজেই বলেছিলেন, তাঁর গানের সঙ্গে এই হিন্দি গানের মেলবন্ধন তাঁরও মনে ধরেছে। গায়িকা এও বলেছিলেন, শাহরুখই তাঁর প্রিয় বলি তারকা। ২০১৯-এও মুম্বই শহরে অনুষ্ঠান করতে এসেছিলেন ডুয়া। সেই সময়ে প্রিয় তারকা শাহরুখের সঙ্গে দেখাও করেছিলেন তিনি। শাহরুখ তাঁকে দেখে বলেছিলেন, “খুব প্রাণবন্ত ও সুন্দরী মহিলা।”