২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ০৫:১৬:২০ পূর্বাহ্ন


ফের কাজে ফিরছেন প্রাক্তন বিশ্বসুন্দরী
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২৪
ফের কাজে ফিরছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ফের কাজে ফিরছেন প্রাক্তন বিশ্বসুন্দরী


গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। যদিও এখনও সেই জল্পনা নিয়ে নীরব দম্পতি। ফের কাজে ফিরছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

বহু দিন ধরেই অনুরাগীদের প্রশ্ন, কবে কাজে ফিরছেন ঐশ্বর্যা? অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছেন। রূপটানশিল্পী অ্যাড্রিয়ান জেকবের পোস্ট করা ছবি তেমনই ইঙ্গিত দিচ্ছে। ঐশ্বর্যার সঙ্গে শুটিং সেট থেকেই একটি ছবি পোস্ট করেন জেকব। সঙ্গে ক্যাপশনে লেখেন, “কাজের জায়গায় ঐশ্বর্যার সঙ্গে একটা ভাল দিন কাটল।” তবে কী কাজ, সে বিষয়ে বিশদে কিছু জানাননি তিনি। এই ছবি দেখে নেটপাড়ায় ঐশ্বর্যার অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

অম্বানী-পুত্র অনন্তের বিয়ের আসর থেকে শুরু হয় ঐশ্বর্যা-অভিষেকের বিবাহবিচ্ছেদের জল্পনা। তবে এই জল্পনার মধ্যে এ-ও শোনা যাচ্ছে, দম্পতি নাকি ফের পর্দায় জুটি বাঁধছেন। মণি রত্নমের ছবিতে নাকি তাঁদের ফের একসঙ্গে দেখা যাবে। এই গুঞ্জন নতুন করে তাঁদের বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে।

২০০৭ সালে ঠিক বিয়ের আগে মণি রত্নমের ছবি ‘গুরু’-তে জুটি বেঁধেছিলেন ঐশ্বর্যা-অভিষেক। দু’জনের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শক। এর পরে ফের পরিচালকের ছবি ‘রাবণ’-এও একসঙ্গে অভিনয় করেন বচ্চন-দম্পতি। ২০১০ সালে মুক্তি পায় সেই ছবি। ১৪ বছর পরে ফের বচ্চন দম্পতির জন্য একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন মণি রত্নম। তবে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ঐশ্বর্যা বা অভিষেক কেউই।

আরও একটি বিষয় চোখে পড়েছে নেটাগরিকের। আরাধ্যার জন্মদিনে ঐশ্বর্যার সঙ্গেই ছিলেন অভিষেক। জন্মদিনের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার প্রকাশ করা ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে এই তথ্য।